পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/৩২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ミ* মেদিনীপুরের ইতিহাস । করিয়া রাখিয়াছেন যে, আবগুক হইলে তাহদের উপরেও নুতন নুতন কর ধাৰ্য্য হওয়া অসম্ভব নহে। সকল শ্রেণীর লোকেরই বিশ্বাস, সরকার বাহাদুর প্রজা সাধারণের মুখ স্বচ্ছন্দতা বৃদ্ধি করিবার মানসে যে সকল বিধি-ব্যবস্থা করেন, উহার মুলে উহাদের একটা কিছু স্বাপ প্রচ্ছন্ন থাকেই। তবে সরকার বাহাদুর যে তাহাদিগকে কোন দিন তাহদের সম্পত্তি হইতে সম্পূর্ণরূপে বিচুত করিবেন না বা ভয়ানক রকমের ক্ষতিকর কোন একটা বিধি-ব্যবস্থাও করিবেন না, এটাও তাহারা সম্পূর্ণরূপে বিশ্বাস করে। মহাজন ব্যতীত এদেশের অন্ত যে সকল লোকের নগদ টাকা কড়ি আছে, তাহারা উহা সুদের কারবারে নিয়োজিত করে না বা উহাতে কোম্পানীর কাগজাদিও কিনে না । তাহাদের অধিকাংশ লোকেই টাকা কড়ি বা মূল্যবান দ্রব্যাদি মাটর নীচে পুতিয়া রাখে। সরকারী কৰ্ম্মচারীদিগের দ্বারা লুষ্ঠিত হইবার ভয়ে যে তাহার এরূপ করে তাহ। নহে ; দস্থ্য তস্করের জন্যই এরূপ করা হইয়া থাকে। কোম্পানীর অধিকারের পূৰ্ব্বেও তাহারা এরূপ করিত এবং এখনও করে।” “প্রশ্ন ঃ—আপনার কি বিশ্বাস যে, আপনার জেলার লোকেরা মোটের উপর ইংরাজ গবর্ণমেণ্টের শাসনাধীনে সন্তুষ্ট আছে ? উত্তর ?--তাহীদের অসন্তোষের কোন নিদর্শন আমি পাই নাই। পুরাতন রাজ সরকারের বিধি-ব্যবস্থার সহিত ব্রিটাশ রাজ-সরকারের বিধি-ব্যবস্থার তুলনা করিলে, বরং তাহাদের সন্তুষ্ট থাকাই উচিত। কারণ ইহার দ্বারা বিদেশীয় শক্রদিগের আক্রমণ হইতে দেশ রক্ষা পাইয়াছে এবং দেশের মেরুদণ্ড স্বরূপ নিম্নশ্রেণীর অসংখ্য লোক উচ্চ শ্রেণীর লোকের অত্যাচারের হস্ত হইতে পরিত্রাণ লাভ গবর্ণমেণ্টের উপর সাধারণের বিশ্বাস ।