পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/৩৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইংরাজ শাসনকাল। శిసెస్స করিবার জন্য, ১৮১৫ সাল ইউরোপের হস্তে দিগ্বিজয়ের পতাকা দান করিরাছিল। ইহার পর ইউরোপীয় মানব ধরাকে সরা" জ্ঞান করিয়া মত্ত ঐরাবতের ন্যায়-জগৎকে ভাঙ্গিয়া চুরিয়া অগ্রসর হইল। কিন্তু ১৮১৫ সালই মানবজাতির একমাত্র বর্ষ নয়, উনবিংশ শতাব্দীই তাহার সভ্যতা-প্রবাহের একমাত্র যুগ নয়। আবহমানকাল হইতে, যুগ যুগান্ত হইতে কত শতাব্দী আসিয়াছে, কত শতাব্দী গিয়াছে, কত যুগ আসিবে, কত যুগ যাইবে তাহার সংখ্যাত কেহ করে নাই, তাহার প্রভাব ত কেহ গণে নাই। ১৮১৫ সালের মানব এরূপ দূরদৃষ্টি লইয়াত কৰ্ম্মে প্রবৃত্ত হয় নাই। তাই সে ১৯১৪ সালের এক অভূতপূৰ্ব্ব, অশ্রুতপূৰ্ব্ব, স্বপ্নাতীত, চিস্তার বহির্ভূত ঘটনায় থমকিয়া দাড়াইয়া গিয়াছে ! এই খানেই উনবিংশ শতাব্দীর শেষ, বিংশ শতাব্দীর আরম্ভ। এক নুতন যুগের স্বচন। সে যুগের ইতিহাস ভবিষ্যৎবংশীয়গণ লিখিবেন, আমরা এই অধ্যায় এইখানে শেষ করিলাম।