পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/৩৪৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রাচীন কীৰ্ত্তি \8 কাহিনী | Se: হয়, এরূপ ক্ষুদ্র ক্ষুদ্র বিহার অন্যান্য দিকেও ছিল ; সম্ভবতঃ প্রধান বিহারে বসিয়া আচাৰ্য্য শিষ্যগণকে ভগবান বুদ্ধদেবের মুখপদ্মবিনিঃস্থত উপদেশ প্রদান করিতেন, আর ঐ সকল ক্ষুদ্র ক্ষুদ্র বিহারে শিষ্যগণ এক এক থাকিয়া নির্জনে উপাসন করিতেন । প্রত্নতত্ত্ববিদগণ অনুমান করেন যে, পরবত্তিকালে বৌদ্ধধৰ্ম্ম বিলুপ্ত হইলে বৌদ্ধদের পরিত্যক্ত বিহার হিন্দুগণ অধিকার করিয়া উহাকে দেব-মন্দিরব্রুপে নিৰ্ম্মাণ করিয়া লইয়াছিলেন । বর্গভীমার মন্দিরটির সঙ্গে চালুক্য বংশীয়দিগের প্রতিষ্ঠিত পূৰ্ব্বোক্ত হারিত দেবীর মন্দিরের কোন সম্বন্ধও আছে কিনা বলা মার না । , বর্গভীমার মন্দিরটি একটি উচ্চ বেদীর উপর সংস্থাপিত। যে স্থানে মন্দির প্রস্তুত করা হইয়াছে সেই স্থান প্রকাণ্ড প্রকাণ্ড কাষ্ঠ দ্বারা তিক্তিমূল প্রস্তুত করিয়া তদুপরি প্রস্তর ও ইষ্টক দ্বারা গাথিয়৷ ত্রিশ ফিট উচ্চ বুলিয়াদ করা হয়। এই বুনিয়াদের উপর নয় ফিট ভিত বিশিষ্ট তেহরা প্রাচীর প্রস্তুত পূৰ্ব্বক বাট ফিট উচ্চ করিয়া খিলানাকারে গোল ছাদ বৃহৎ বৃহৎ প্রস্তর দ্বারা আবৃত করা হইয়াছে। মন্দির মধ্যে প্রবেশ করিলে বোধ হয় বে, প্রথমে উহ! একখানি প্রকাণ্ড শ্বেত প্রস্তর খণ্ড হইতে খুদিয়া নিৰ্ম্মাণ করা হইয়াছিল, তৎপরে চতুর্দিকে ইষ্টক দ্বারা গাথিয় দেওয়া হইয়াছে। ভিতরের প্রস্তর মন্দিরের শোভা অভি সুন্দর । খাজ করিয়া প্রস্তর খোদাই করা হইয়াছে বলিয়া শোভা আরও খুলিয়াছে। কোথাও জোড় আছে কিনা বোঝা বায় না । মূল মন্দিরের ঠিক সন্মুখে যজ্ঞ মন্দির নামে আর একটি মন্দির আছে। সেটা পুৰ্ব্ব মন্দির-হইতে অপেক্ষাকৃত ছোট ও পরবত্তিকালে নিৰ্ম্মিত। কথিত আছে যে, একটি পতি পুত্রবিহীন বৃদ্ধ। সুতা প্রস্তুত