পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/৩৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রাচীন কীৰ্ত্তি ও কাহিনী । లిఖి) স্থলপথে মেদিনীপুর দিয়া গন্তব্যস্থানে যাতায়াত করিত। ঐরূপ এক সৈন্যদল এস্থানে অবস্থান কালীন ১৭৯৩ খৃষ্টাব্দের ৬ই অক্টোবর লেপটেন্যান্ট ও'হারার মৃত্যু হওয়ায় উক্ত স্থানে তাহাকে সমাহিত করা হইয়াছিল। ২৭ বৎসর বয়সে তাহার মৃত্যু হয় । বৌদ্ধযুগে তমলুকে রাজ্যের প্রধান সঙ্ঘারাম ছিল ; এতদ্ব্যতীত এই জেলার অন্তর্গত ময়ন, দাতন ও বাহিরীতেও এক একটি সঙ্ঘারাম ছিল বলিয়া বোধ হয় । ময়নাগড়ে বৌদ্ধ নরপতি লাউসেনের রাজধানী ছিল । ময়নার নিকটবৰ্ত্তী বৃন্দাবনচকে এক ধৰ্ম্মঠাকুর আছেন, তাহাকে অনেকে লাউসেনের প্রতিষ্ঠিত বলিয়া থাকেন। ময়নাগড় এথনও ধৰ্ম্ম পূজার প্রধান পীঠস্থান বলিয়। পরিচিত। মহামহোপাধ্যায় পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় সিদ্ধান্ত করিয়াছেন যে, আমাদের দেশের ধৰ্ম্মপূজা বৌদ্ধধৰ্ম্মের রূপান্তর মাত্র ; বুদ্ধদেবই পশ্চিমবঙ্গে ধৰ্ম্মনামে পূজা পাইতেছেন। বৌদ্ধদের শূন্তবাদের উপর ধৰ্ম্মদেবের পৌরাণিক আখ্যান প্রতিষ্ঠিত, সে কথা পূৰ্ব্বে ডfল্লখিত হইয়াছে । ময়ন রাজবংশের প্রতিষ্ঠিত গড়টি এ প্রদেশের একটি প্রাচীন কীৰ্ত্তি। ঐ গড়টি এক সময় সুদৃঢ় ও দুরাক্রম্য ছিল। গড়টি বাহির গড় ও ভিতর গড় নামে দুই ভাগে বিভক্ত। ভিতর গড়ের পরিমাণ ফল ৫,৬২,৫•• বর্গফিট । উহার চতুর্দিকে যে পরিখাটি আছে তাহার প্রত্যেক পাশ্বের দৈর্ঘ্য সাতশত ফিটেরও অধিক। ঐ পরিখাটির বাহিরেই বাহির-গড় । এই বাহিরগড়টিকে চতুর্দিকে বেষ্টন করিয়া অন্ত যে পরিথাটি আছে উহার প্রতি পাশ্বের দৈর্ঘ্য প্রায় চৌদশত ফিট। উভয় পরিখাই প্রস্থে প্রায় দেড় শত ফিট এবং এখনও আষাঢ় শ্ৰাযণ মাসে ভিতরের পরিখাতে ৭৮ হাত ময়নার ধৰ্ম্মঠাকুর । মধুনা-গড় ।