পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/৩৫৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রাচীন কীৰ্ত্তি ও কাহিনী । ૭૨૭ শোভা সিংহের গড়বাড়ীর ভগ্নাবশেষ দৃষ্ট হয়। বরদা পরগণার বিখ্যাত বিশালাক্ষী দেবী এই বংশ কর্তৃক প্রতিষ্ঠিত হইয়াছিলেন । মেদিনীপুর ঙ্গেীর উত্তর সীমায় হুগলী জেলার অন্তর্গত মান্দারণ-নামক স্থানে হজরত ইসমাইলের যে দরগা আছে জনশ্রুতি, উহা শোভা সিংহ কর্তৃক নিৰ্ম্মিত হইয়াছিল। বৰ্দ্ধমান জয়ের স্মৃতিচিহ্ন স্বরূপ তিনি উহা নিৰ্ম্মাণ করিয়া দিয়াছিলেন। * রঙ্গপুর জেলার কাটাদুয়ার " ৌ" নামক স্থানে ইসমাইল গাজীর সমধিস্থানে একজন ফকীরের নিকট রিসালৎ-উশ-শুহ্যদা নামক একখানি পারস্ত ভাষায় লিখিত গ্রন্থ আছে । ঐতিহাসিক রাখালদাস বন্দ্যোপাধ্যায় মহাশয় তাহার গ্রন্থে উহার উল্লেখ করিয়াছেল । রিসালৎ-উশ-গুহ্যদা অনুসারে মান্দারণের রাজা গজপতি বিদ্রোহী হইলে, ইসমাইল তাহার বিরুদ্ধে প্রেরিত হইয়াছিলেন এবং গজপতিকে পরাজিত ও বন্দী করিয়াছিলেন। ঐ সময় মান্দারণ উড়িষ্যার গঙ্গ বংশীয় রাজগণের অধিকার-ভুক্ত ছিল। কিন্তু উৎকলের ইতিহাস মাদলা পাঞ্জীতে ইসমাইল গাজীর উৎকল অভিযানের ফলাফল অন্তরূপ লিখিত আছে; ইতিপূৰ্ব্বে তাহা উল্লিখিত হইয়াছে। রিসালৎ-উশ-গুহাদা অনুসারে ইসমাইল ঘোড়াঘাটে হিন্দু সেনাপতি ভান্দসী রায়ের চক্রান্তে নিহত হইয়াছিলেন। হুগলী জেলার মান্দারণ পরগণায় ইসমাইলের দেহ ও রঙ্গপুর জেলার পীরগঞ্জ থানার কাটাছুয়ার গ্রামে তাহার মস্তক সমাহিত আছে। + দাসপুর থানার অন্তর্গত নাড়াজোল পরগণায় নাড়াঙ্গোল রাজবংশের. কয়েকটি কীৰ্ত্তি আছে। গড় নাড়াজোল নামক স্থানে ঐ বংশের রাজবাট অবস্থিত। নাড়াজোল গড়ের আয়তন অনুন পাঁচ শত • District Gazetteer—Midnapore—p. 167. + ৰাঙ্গালার ইতিহাস, স্নাখালদাস বন্ধ্যোপাধ্যায়, দ্বিতীয় ভাগ পৃঃ—২১২।