পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/৩৬

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
১৮
মেদিনীপুরের ইতিহাস

পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় কর্ত্তৃক এই “দেশাবলী-বিবৃতি” নামক গ্রন্থখানি আবিষ্কৃত হইয়াছে। তিনি অনুমান করেন যে, জগমোহন পণ্ডিত ১৬৪৮ খৃষ্টাব্দের পূর্ব্বে পাটনা নগরের সুবাদার কি জায়গীরদার বিজ্বলদেব নামে এক চৌহান রাজার আজ্ঞায় সমস্ত ভারতবর্ষের ভৌগোলিক বৃত্তান্ত-সমন্বিত এই গ্রন্থখানি প্রস্তুত করিয়াছিলেন। শাস্ত্রী মহাশয় ঐ সময়ের রচিত আরও একখানি সংস্কৃত পুঁথিতেও তমলুকের কথা পাইয়াছেন। যথা:—

“মণ্ডলঘট্টদক্ষিণে চ হৈজলস্য চ হ্যুত্তরে।
তাম্রলিপ্তাখ্যদেশশ্চ বাণিজ্যং চ নিবাসভূঃ॥ ৪৪
দ্বাদশযোজনৈর্যুক্ত রূপানাদ্যাঃ সমীপতঃ।
মৎস্যা গব্যানি যত্রৈব সম্পদ্যতে ভৃশং নৃপ॥ ৪৬
কৌচদামলকে দেশং গায়ন্তি দেশবাসিনঃ।
লবণানামাকরশ্চ যত্র তিষ্ঠতি ভূরিশঃ॥ ৪৮
প্রণালী দ্বিত্রিকা তত্র সদা বহতি ভূমিপ।
মালংগণ মনুষ্যাণাং নিবাসং বসতি কিল॥ ৫০
প্রায়ঃ সমুদ্রবেগশ্চ তাম্রলিপ্তনদীষু চ।
দিবানিশং কদাচিন্ন বিশ্রাম্যতি মহীপতে॥ ৫২”

শাস্ত্রী মহাশয়ের আবিষ্কৃত পুর্ব্বোক্ত পুঁথিখানি হইতে আরও ভানদেশ। জানা যায় যে, ঐ সময় মেদিনীপুর জেলার কিয়দংশ ভানদেশ নামেও পরিচিত ছিল। যথা:—

“কংসাবত্যা হি সরিতঃ শিলাবত্যা হি ভূমিপ।
উভয়োর্মধ্যবর্ত্তী চ ভানকো বিশ্রুতো ভুবি॥
বকদ্বীপাৎ পূর্ব্বভাগে মণ্ডলঘট্টস্য পশ্চিমে।
ত্রয়োদশযোজেনৈশ্চ মিতো হি ভানদেশকঃ॥