পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/৩৭৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রাচীন কীৰ্ত্তি ও কাহিনী । \ులిష్టి গৃহে আশ্রয় গ্রহণ করেন। সেই রজক দেবীরঅনুগ্রহে উক্ত প্রদেশের রাজা হইয়াছিলেন এবং ভক্ত প্রদেশ ধল বা ধোপার নামানুসারে ধলভূমি নামে অভিহিত হয় । কথিত আছে, ধল রাজবংশের রাজত্বকালে রঙ্কিনী দেবীর বাৎসরিক পূজার সময় নরবলি প্রদান করা হইত। ইহা হইতে অম্বুমান করা যাইতে পারে, পূৰ্ব্বে খড়গপুরেও এই রঙ্কিনী দেবীর নিকটে নরবলি দেওয়া হইত ; পীর লোহানী সাহেব সেই প্রথার উচ্ছেদ করায় উত্তর কালে এই কাহিনীর সৃষ্টি হইয়াছে। রঙ্কিনী দেবী ও পীর লোহানী সাহেব সংক্রাস্ত নানা প্রকার কাহিনী অদ্যাপি এই প্রদেশে শ্রত হওয়া যায় । খড়গপুর রেলওয়ে ষ্টেশনের পূর্বদিকে প্রায় চার পাঁচ মাইল অস্তরে চাঙ্গুয়াল নামে একখানি গ্রাম আছে। ঐ গ্রামে এবং তৎসন্নিহিত দেউলী প্রভৃতি স্থানে ষোলদীঘি, ক্ষীর সরোবর, বীর সরোবর, নজর প্রভৃতি নামে কয়েকট দীর্ঘ জলাশয় ও প্রস্তর-নিৰ্ম্মিত কতকগুলি মন্দির ও স্ট্রালিকার ধ্বংসাবশেষ দৃষ্ট হয়। এই সকল রাজা বীরসিংহ ও তদীয় বংশীয়গণের কীৰ্ত্তি বলিয়া নির্দেশিত হইয়া থাকে । বীর সিংহের কথা পূৰ্ব্বে উল্লেখ করা হইয়াছে। যে মুক্তিকী-স্তরে এই সকল গৃহ মন্দিরাদি নিৰ্ম্মিত হইয়াছিল কাল সহকারে তাহার উপর নূতন মুক্তিকী-স্তর সঞ্চিত হইয়া প্রায় ৩৪ হাত উচ্চ হইয়া উঠিয়াছে। চাঙ্গুয়ালের চতুর্দিকে একটি পরিখা আছে ; তাহার পরিধি প্রায় চার মাইল । উত্তর দিকে সিংহদ্বার ও সেনা-নিবাসের চিহ্ন দৃষ্ট হয় । প্রস্তর-নিৰ্ম্মিত প্রাসাদের ও প্রাচীরের কোন কোন অংশ এবং প্রস্তরের চৌকাটাদি অদ্যাপি পতিত রহিয়াছে । চাঙ্গুয়ালের বর্তমান জমিদারগণ উক্ত গ্রামের নানা স্থানে পতিত প্রাচীন রঙ্কিনী দেবী । বীর সিংহের গড় ।