পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/৩৭৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Voge মেদিনীপুরের ইতিহাস । অট্টালিকার ভগ্নাবশেষ হইতে কয়েক লক্ষ ইষ্টক ও প্রস্তরাদি গ্রহণ করিয়াছেন। এখনও ভূগর্ভে ও ভূপৃষ্ঠে যথেষ্ট ইষ্টক ও প্রস্তর রহিয়াছে। এই গ্রামের মধ্যে ধনপোতা’ নামে একটি স্থান আছে। প্রবাদ, পূৰ্ব্বকালে ঐ স্থানে প্রাচীন রাজবংশের ধনাগার ছিল। শুনিতে পাওয়৷ যায়, সময় সময় উক্ত স্থানের মৃত্তিকাভ্যস্তর হইতে কেহ কেহ অর্থ প্রাপ্ত হইয়াছে। বলাবাহুল্য, যে বাহা পায় তাহা সংগোপনেই আত্মসাৎ করিয়া থাকে। বীর সিংহের ভগ্ন প্রাসাদের পাশ্বে কালনাগিনী নায়ী এক প্রাচীন দেবীমূৰ্ত্তি প্রতিষ্ঠিত আছেন। লোকে বলে, এ প্রদেশে বীরসিংহের অধিকার প্রতিষ্ঠিত হইবার পূর্ব হইতেই এই দেবী কালপদিনী "" এখানে সংস্থাপিত আছেন। কালনাগিনী দেবার মন্দিরের কিছু পশ্চিমে ক্ষীর সরোবরের তীরে একটি প্রাচীণ শিবালয়ও আছে । জনশ্রুতি, ইহা বীরসিংহের বংশের কীৰ্ত্তি । কিন্তু তাহারকোণ বিশ্বাস যোগ্য প্রমাণ নাই । চাঙ্গুয়াল গ্রামের প্রায় অৰ্দ্ধমাইল অন্তরে শিরসী ও চক দেউল গ্রামের সীমায় ষোল দীঘি নামে একটি সুবৃহৎ দীঘিকা আছে। উহার পরিমান ফল প্রায় শত বিঘা। ষোল দীঘি ষোল খণ্ডে বোল ' ' বিভক্ত। ষোলটি পুষ্করিণী একত্র সংযোগ করিলে যেরূপ ভাব লক্ষিত হয়, এখানেও প্রায় তদ্রুপ তাব দেখিতে পাওয়া যায়। জনশ্রুতি, ষোলজন সৃৰ্দ্দারের অধীনে পৃথক পৃথক ভাবে প্রথমে ষোলটি পুষ্করিণী খনন করাইয়া পরে সংযুক্ত করিয়া দেওয়া হইয়াছে। দীঘির উত্তর পার্শ্বে বাধা ঘাটের পশ্চিম দিকে পূৰ্ব্বাভিমুখে একটি হোমকুণ্ড ছিল এবং খাটের উপরিভাগের কতক অংশ স্তম্ভযুক্ত ছাদ বা চাদনী দ্বারা আবৃত ছিল। চাদনীর প্রস্তর গার্থনীর চিহ্ন অদ্যপি স্থানে স্থানে