পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/৩৭৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রাচীন কীৰ্ত্তি ও কাহিনী । చీg"ని বংশের অন্ততম রাজা প্রতাপনারায়ণ পাল তাহার সহোদরার বিবাহের যৌতুক স্বরূপ উক্ত পুষ্করিণী মেদিনীপুরের স্বনামধন্য পুরুষ প্রাতঃস্মরণীয় দেওয়ান চন্দ্রশেখর ঘোষের পিতামহ নন্দকিশোর ঘোষকে প্রদান করেন । অপরিশোধ্য ঋণের দায়ে ধারেন্দার প্রাচীন রাজবংশের জমি দণর এক্ষণে হস্তান্তরিত হইয়া গিয়াছে। যথাস্থানে সে সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হইবে । খড়গপুর থানার অন্তর্গত জকপুর গ্রামে সদর কাননগে। পদে পতিঠ ৩ বিখ্যাত ‘মহাশয় লংশের বাস ছিল । অদ্যাপি র্তাহীদের বংশধরগণ একপুর ও মালঞ্চ । ঐ স্থানে বাস করিতেছেন । এই সদর কাননগো পদের ও মহাশয় বংশের পিস্তারিত বিবরণ জমিদার বংশ’-শীর্ষক অধ্যায়ে আলোচনা করা যাইবে । এক্ষণে এই বংশের পূৰ্ব্বের বিত্ত বিভবের বা ধন সম্পত্তির বিশেষ কিছুই নাই। কিন্তু নবাবী আমলে ইহঁদেব যেরূপ সম্মান, আশবাব-পত্র ও অট্টালিকাদি ছিল মেমিন'পূঃ তৎকালীন ফোন জমিদারেরই সেইরূপ ছিল না। তাহাদের পূৰ্ব্ব গৌরবের পরিচয় দিতে এক্ষণে কয়েকটা পঙ্ক পরিপূর্ণ সুদীর্ঘ পুষ্করিণী, কয়েকটা ভগ্ন দেব মন্দির ও কারুকার্য্য খোদিত কয়েকটা প্রকাণ্ড জীর্ণ অট্টালিকা পড়িয়া রহিয়াছে। র্তাহাদের প্রতিষ্ঠিত দেবদেবীগণের মধ্যে যক্ষেশ্বর ও গনেশের নাম বিশেষ উল্লেখযোগ্য । বহু অর্থ ব্যয় করিয়া এই দুইটি দেবমূৰ্ত্তি ও দুইটি মন্দির নিৰ্ম্মাণ করা হইয়াছিল। যক্ষেশ্বরের নামেই স্থানটীর নাম যক্ষপুর বা জকপুর এবং পাশ্ববৰ্ত্তী গ্রামখানির চকগণেশ নামকরণ হইয়াছিল। বৰ্গীর হাঙ্গামার সময় দুর্দান্ত মহারাষ্ট্ৰীয়গণ মন্দির দুইটি লুণ্ঠন করিয়া প্রভূত ধনরত্ন ও মূৰ্ত্তি দুইটি অপহরণ করিয়া লইয়া যায় । জকপুরের নিকটবৰ্ত্তী মালঞ্চ গ্রামেও মহাশয় বংশের এক শাখা