পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/৩৮৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রাচীন কীৰ্ত্তি ও কাহিনা । XX Ꮌ একটি স্বরচিত পঞ্চমুণ্ডী প্রস্তর-আসন আছে। কিম্বদন্তী ঐ আসনে উপবেশন করিয়া রাজা বিক্রমাদিত্য, রাজা গজপতি প্রভৃতি সিদ্ধ হইয়াছিলেন । - গড়বেতার কামেশ্বর মহাদেব ও রাধাবল্পত জীউর মন্দির দুইটিও প্রসিদ্ধ। কামেশ্বর মহাদেবের মন্দিরটা কতকাংশে সৰ্ব্বমঙ্গলা দেবীর মন্দিরের অনুরূপ এবং ইহার সম্বন্ধেও ঐরূপ নানাপ্রকার কিম্বদন্তী প্রচলিত আছে । রাধাবল্লভজীউর মন্দিরটা বগড়ীর অন্ততম রাজা দুৰ্জ্জন সিংহ মল্ল কর্তৃক নিৰ্ম্মিত হইয়াছিল। গড়বেতার ছয় মাইল উত্তর পশ্চিমে বগড়ার সুপ্রসিদ্ধ কৃষ্ণরায় জীউ আছেন। জনশ্রুতি, বগড়ীর প্রথম রাজা গজপতি বগড়ীয় কৃষ্ণরায় জীউ । - - সিংহের মন্ত্রী রাজ্যধর রায় ইহঁার প্রতিষ্ঠাতা। পর বৰ্ত্তিকালে বগড়ীর অষ্ঠতম রাজা রঘুনাথ সিংহ কৃষ্ণরায় জাউর পাশ্বে রাধিক মূৰ্ত্তি স্থাপন করিয়া মন্দিরটা নিৰ্ম্মাণ করিয়া দিয়াছিলেন । প্রতি বৎসর ফাল্গুনী পূৰ্ণিমায় দোল যাত্রার সময় এই স্থানে কয়েকদিন ব্যাপী একটি বৃহৎ মেলা হয় । সেই সময় বঙ্গদেশের নানাস্থান হইতে বহু সংখ্যক বৈষ্ণব ও অন্তান্ত বহু লোকের সমাগম হইয়৷ থাকে। গোয়ালতোড়ের পঞ্চরত্ন মন্দিরের কারুকার্য্য মনোরম । রাজা খাদবচরণ সিংহ কর্তৃক প্রায় সাৰ্দ্ধ শতাব্দী পূৰ্ব্বে এই মন্দিরটি নিৰ্ম্মিত হইয়াছিল । রাজা এই মন্দিরে বালচন্দ্র-নামক বিগ্রহ প্রতিষ্ঠা করিবার মানসে ইহা নিৰ্ম্মাণ করাইয়াছিলেন ; কিন্তু দৈবগাতকে মন্দির প্রতিষ্ঠা হইবার পূৰ্ব্বে তথায় একটি গোবৎস মৃত হওয়ায় উহা অপবিত্র বোধে পরিত্যক্ত হইয়াছে । কামেশ্বর মহাদেব ও রাধাবল্লভ জীউ । গোয়ালতোড়ের পঞ্চরতু মন্দির ।