পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/৩৮৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

నిశి মেদিনীপুরের ইতিহাস । উড়িয়াসাই গ্রামে একটি প্রস্তর-নিৰ্ম্মিত জাৰ্ণ মন্দির আছে। উহার গাত্রে যে খোদিত লিপিটা আছে তাহা হইতে জান। যায় যে, রাজা চৌহান সিংহের সময়ে উহা নিৰ্ম্মিত হইয়াছিল। প্রতিষ্ঠাতা ও প্রতিষ্টিতা দেবী মূৰ্ত্তি সম্বন্ধেও নানাপ্রকার অদ্ভূত কাহিনী প্রচলিত আছে। বগড়ী পরগণার মধ্যে আরও করেকটা মন্দির ও দেব দেবীর মূৰ্ত্তি আছে। তন্মধ্যে পূৰ্ব্বোক্ত রাজ্যধর রায় কর্তৃক বগড়ীর অস্ত م- --- ক:মন, প্রতিষ্ঠিত গোয়ালতোড়ের সনৎকুমারী বাগবীজ গোস্বামী নামক জনৈক সাধু পুরুষ কর্তৃক প্রায় তিন শত বৎসর পূৰ্ব্বে প্রতিষ্ঠিত। পাথরবেড়। গ্রামের রঘুনাথ জীউ, কাদড়ার চমৎকারিণী দেবী ও মেড়র শিরোমণিপুরের বৃক্ষমূলের ভৈরবী মূৰ্ত্তি ও প্রসিদ্ধ। চমৎকারিণী দেবীর প্রতিষ্ঠাতার নাম জানা যায় নাই । কেহ কেহ বলেন, শিরোমণিপুরের ভৈরবী মূৰ্ত্তিটাকে উপেন্দ্র ভট্ট নামক জনৈক ব্রাহ্মণ প্রায় পাচ শত বৎসর পূৰ্ব্বে অন্য স্থান হইতে লইয়া আসিয়। উক্ত স্থানে স্থাপিত করিয়াছিলেন। র্তাহার বংশধরগণ এখনও ঐ গ্রামে বাস করিতেছেন । রত্নাবলী ব্যাকরণ, রাস কৌমুদী প্রভৃতি গ্রন্থ প্রণেতা এবং পদাঙ্ক দূত, ষটপদী প্রভৃতি গ্রন্থের টীকাকার স্বৰ্গীয় পণ্ডিত গৌরমোহন বিদ্যালঙ্কার এই বংশে জন্ম গ্রহণ করিয়াছিলেন। গড়বেতা থানার অন্তর্গত ঝালদা গ্রামের অদূরস্থ নয়াবসাতের ভগ্ন দুর্গটিও বগড়ীর রাজবংশের অন্যতম কীৰ্ত্তি । রাজা গনপতি সিংহের সময়ে উহা নিৰ্ম্মিত হইয়াছিল । জামলা সেতু নিৰ্ম্মাণের সময় ঐ স্থান হইতে অনেক প্রস্তর লইয়া যাওয়া হয়। এখনও তথায় অনেক প্রস্তর রহিয়াছে । গড়বেতা থানার এই সকল মন্দির, পুষ্করিণী ও দুর্গাদির অধিকাংশই এক্ষণে বগড়ীর বর্তমান উড়িয়াসাইর মন্দির। ३ोजम्नाङ्ग झुर्भ ।