পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/৩৮৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রাচীন কীৰ্ত্তি ও কাহিনী। ○○○ পৰ্ব্বত-গাত্রে একটি কূপ আছে। উহার গভীরতা মাত্র দুই তিন হাত হইলেও উহার সঙ্গে একটি ঝরণার সংযোগ থাকায় মেলার সময় পাঁচ ছয় হাজার লোক জলপান করা সত্বেও উহার জল সমভাবেই বৰ্ত্তমান থাকে ; জলও পরিষ্কার । বাণপুর থানার মধ্যে রামগড় ও লালগড় রাজবংশের গড়বাড়ী অবস্থিত। জমিদার বংশ’-শীর্ষক অধ্যায়ে তাহাদের বিস্তারিত বিবরণ লিপিবদ্ধ হইবে । শিলদা গ্রামের প্রায় এক ক্রোশ ༧r་རྒྱུ། །མ་རྟ༠ উত্তরে শিলদার প্রাচীন রাজবংশের গড়বাড়ী ও মন্দিরাদির ধ্বংসাবশেষ দৃষ্ট হয়। উহারই অনতিদুরে ভৈরব-ডাঙ্গা নামক স্থানে ভৈরব-নামক এক দেবতা আছেন। যে ভগ্ন মঞ্চটর প্রস্তর-স্ত,পের উপর ভৈরব আছেন ঐ স্থানের ধ্বংসাবশেষ দেখিলে মনে হয়-এক সময় সেখানে একটি বৌদ্ধ বিহার ছিল। কালে তাহ রূপান্তরিত হইয়াছে । জনশ্রুতি, শিলদার ঐ প্রাচীন রাজংশ শৈব ধৰ্ম্মাবলম্বী ছিলেন। এই কারণে, ঐ অঞ্চলের নানাস্থানে শিক লিঙ্গ ও প্রস্তর নিৰ্ম্মিত ছোট ও বড় ষণ্ড মূৰ্ত্তি যেখানে সেখানে দেখিতে পাওয়া যায়। ওড়গোদা গ্রামের রাজবাটীর ধ্বংসাবশেষের মধ্যেও একটি সুবৃহৎ প্রস্তরময় যণ্ড আছে। উহা এরূপ সুন্দরভাবে নিৰ্ম্মিত যে, কতকাল ঐরুপ অযত্ন অবস্থায় পড়িয়া থাকা সত্বেও এখনও প্রথম দেখিলে উহাকে জীবন্ত ষণ্ড বলিয়া ভ্রম হয়। পরবৰ্ত্তিকালে ষে রাজবংশ এ প্রদেশে অধিকার লাত করিয়াছিলেন, তাহার শিলদী গ্রামে বাস করিতেন। ‘শিলদার বাধ’ নামক সুপ্রসিদ্ধ জলাশয়ট শহীদেরই কীৰ্ত্তি । র্তাহীদের বংশ বিবরণও যথাস্থানে আলোচিত হইবে। ‘মেদিনীপুর জমিদার কোম্পানী এক্ষণে শিলদার জমিদার । বেল পাহাড়ী গ্রামে তাহদের কার্য্যালয় প্রতিষ্ঠিত আছে।