পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/৪১

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
ভৌমিক বিবরণ।
২৩

ও মহিষাদল মহাল দুইটি যথাক্রমে সরকার কিস‍্মৎ গোয়ালপাড়ার ও সরকার কিস‍্মৎ মালঝিটার অন্তর্ভুক্ত হয়। পুরাতন সরকার মান্দারুণের অন্যতম মহাল হাভেলি মাদারুণের অন্তর্গত বরদা ও চন্দ্রকোণা ভূভাগ ঐ সময়ে সরকার পেস্কোসের অন্তর্ভূত হইয়াছিল;[১] সরকার পেস্কোস কোন সীমা-নির্দ্দিষ্ট স্থানকে বুঝাইত না। বঙ্গের সীমান্ত প্রদেশের স্বাধীন হিন্দু রাজারা যখন মুসলমানরাজের নিকট পরাভূত হইতেন, তখন তাঁহারা কিঞ্চিৎ উপঢৌকন, কখনও বা কিঞ্চিৎ নজর পেস্কোস অথবা সামান্য করদান স্বীকার করিয়া অব্যাহতি পাইতেন। কেহ কেহ বহিঃশত্রুর আক্রমণ হইতে দেশরক্ষা করিবেন বলিয়া সামান্য নজর পেস্কোস দিয়াই নিষ্কৃতি লাভ করিতেন। সুবা বাঙ্গালায় তৎকালে বিষ্ণুপুর, চন্দ্রকোণা, পঞ্চকোট প্রভৃতি স্থানে এইরূপ যে সকল জমিদার ছিলেন, সুলতান সুজা সেই সকল জমিদারের জমিদারিকে সরকার পেস্কোসের অন্তর্ভূত করিয়াছিলেন।[২] মোটামুটি বলা যায়, সরকার মান্দারুণ ও সরকার পেস্কোসের কিয়দংশ লইয়াই বর্ত্তমান ঘাটাল মহকুমা।

 খৃষ্টীয় ১৭২২ অব্দে বাঙ্গালার সুবাদার মুর্শিদকুলি খাঁ সুবা বাঙ্গালার রাজস্বের তৃতীয় হিসাব প্রস্তত করেন; তিনি ব্যয়-সংক্ষেপ করিবার নিমিত্ত সুজার নির্দ্ধারিত ৩৪টি সরকারের সমাহার করিয়া সুবা বাঙ্গালাকে ১৩টি চাকলায় ও ১৬৬০টি পরগণায় বিভক্ত করিয়াছিলেন।[৩] ঐ সময় হইতে মহালগুলি পরগণা নামে অভিহিত হইয়া আসিতেছে।[৪] মুর্শিদকুলির বিভাগানুসারে হিজলী ফৌজদারীর অন্তভূর্ত সুজার


  1. Grant's Analysis. Vol. II. pp. 465, 410, 411, 459.
  2. Grant's Analysis Vol. II. p. 184.
  3. Grant's Analysis Vol. II. pp. 188-189.
  4. J. A. S. B. Vol. XIL 1916 No, I. p. 32.