পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/৪১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

లిళిళు মেদিনীপুরের ইতিহাস । মন্দিরটা প্রতিষ্ঠিত হইয়াছিল তাহা এক্ষণে জানিবার উপায় নাই। জনশ্রুতি, ভোজ নামক কোন রাজা এক সময়ে এই স্থানে রাজত্ব করিতেন, তিনিই এই মন্দিরটার প্রতিষ্ঠাতা । এ প্রদেশের আরও কয়েকটা কীৰ্ত্তি ও কিম্বদন্তীর সহিত ভোজ রাজার নাম সংযুক্ত রহিয়াছে। কিন্তু তাহার সম্বন্ধে বিশেষ কিছুই জানা যায় নাই। কেহ কেহ বলেন, এই ভোজ রাজাই উজ্জয়িনীপত খ্যাতনামা বিক্রমাদিত্যের শ্বশুর ছিলেন । বলা বাহুল্য ইহার কোন ঐতিহাসিক তিক্তি নাই। তবে তিনি পূৰ্ব্বোক্ত রাজা বিক্রমকেশরীর শ্বশুর হইলেও হইতে পারেন । দাতনে বিদ্যাধর নামে একটি সুদীর্ঘ পুষ্করিণী আছে। উহার দৈর্ঘ্য ১৬০০ ফিট এবং প্রস্ত ১২০০ ফিট । প্রবাদ, বিদ্যাধর নামক জনৈক রাজমন্ত্রী কর্তৃক উহ! প্রতিষ্ঠিত হইয়াছিল। নারায়ণগড় :ে৪বংশের ইতিহাস লেখক শ্ৰীযুক্ত ত্ৰৈলোক্য নাথ পাল মহাশয় লিখিয়াছেন যে, নারায়ণগড়ের রাজ শু্যামবল্লভ পালের বিদ্যাধর নামে এক মন্ত্রী ছিলেন ; এই পুষ্করিণী তাহারই কীৰ্ত্তি । জনশ্রুতি, এই জেলাই তাহার জন্মভূমি । তিনি সুপণ্ডিত ছিলেন, বিশেষতঃ জ্যোতিষ শাস্ত্রে তাহার প্রগাঢ় ব্যুৎপত্তি ছিল। তিনি দ্বার পরিগ্রহ না করিয়া যৌবনাবস্থার গৃহ পরিভ্যাগ করত নানা তীর্থ পর্যাটন করিয়া শেষে বারাণসীধামে এক দণ্ডীর নিকটে বেদাধ্যয়ন করেন। পরে স্বদেশে প্রত্যাবর্তন করিলে রাজা হামবল্পভের সহিত সাক্ষাৎ হয় ; রাজার উদার ব্যবহারে মুগ্ধ হইয়। তিনি তাহার মন্ত্রীত্ব গ্রহণ করিয়াছিলেন। সেই সময় তিনি এই পুষ্করিণী প্রতিষ্ঠা করিয়াছিলেন । কিন্তু প্রত্নতত্ত্ববিদ্ধ শ্রীযুক্ত মনোমোহন চক্রবর্তী মহাশয় অনুমান করেন, দাতনের বিদ্যাধর পুষ্করিণীর প্রতিষ্ঠাত বিস্তাধর বিদ্যাধর পুষ্করিণী ।