পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/৪১৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

చిy* মেদিনীপুরের ইতিহাস । পটাশপুর থানার অন্তর্গত অমর্শ গ্রামে পীর মুকদুম সাহেবের আস্তান আছে। তিনি একজন সিদ্ধ পুরুষ ছিলেন। র্তাহার অলৌকিক জীবনের অনেক কাহিনী এতদূ অঞ্চলে শ্রত হওয়া যায়। জনশ্রুতি, দুই তিম শত বৎসর পূৰ্ব্বে তাহার আবির্ভাব হইয়াছিল। মুক্ছুম্ সাহেবের আস্তানার ব্যয় নিৰ্ব্বাহের জন্য ভূসম্পত্তি আছে । পটাশপুর থানার অন্তর্গত পচেট গ্রামে পটাশপুর পরগণার প্রাচীন জমিদার চৌধুরীবংশ বাস করিতেছেন। ঐ স্থানে তাহাদের প্রতিষ্ঠিত দেবালয়, রাসমঞ্চ, দীর্ঘিকা, গড়খাই প্রভৃতি বিদ্যমান। জমিদারবংশ শীর্ষক অধ্যায়ে ঐ বংশের বিস্তারিত বিবরণ লিপিবদ্ধ হইবে । ভগবানপুর থানার অন্তর্গত কাজলাগড় নামক স্থানে সুজামুঠার প্রচীন রাজবংশের রাজধানী ছিল । তাহদের প্রতিষ্ঠিত দেবালয়, was, দীধিকা, পরিখা প্রভৃতি এক্ষণে বৰ্দ্ধমানাধিপতির সম্পত্তি । অপরিশোধ্য ঋণের দায়ে সুজামুঠ জমিদারী বিক্রয় হইয়া যাওয়ায় বৰ্দ্ধমানাধিপতি উহা ক্রয় করিয়া লইয়াছিলেন। পুরাতন রাজবাটীতেই বৰ্দ্ধমানাধিপতির কাছারি প্রতিষ্ঠিত হইয়াছে। যথাস্থানে সুজামুঠ য়াজবংশের বিস্তারিত বিবরণ আলোচিত হইবে। কাজলাগড়ের সুবৃহৎ দীর্ঘিকাটী ঐ বংশের অন্ততম রাজা গোপালেন্দ্র নারায়ণ রায়ের সময়ে খৃষ্টীয় উনবিংশ শতাব্দীর প্রথম তাগে খোদিত হইয়াছিল। - মাজনামুঠ ও জলামুঠ জমিদারী ছুইটীর কথা পূৰ্ব্বে কয়েকবার উল্লেখ করা হইয়াছে। জলামুঠার রাজধানী গড় বাসুদেবপুর নামে এবং মাজনামুঠার রাজধানী গড় কিশোরনগর নামে श्रमनौब्र भूरु সাহেব । পচেট গড় ।