পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/৪২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রাচীন কীৰ্ত্তি ও কাহিনী । లిy আসিয়া বাস করিতেন। খৃষ্টীয় অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগে কলিকাতা গেজেটে প্রকাশিত নিম্নলিখিত বিজ্ঞাপনট হইতেও বুঝিতে পারা যায় যে, সে সময় খাজুরী একটি সমৃদ্ধিশালী নগরে পরিণত হইয়াছিল — “For sale by auction on the 29th May 1792 a large upper roomed house and premises situated at Kedgeree containing a hall, four bed room and an open Verandah standing on eight bighas of ground more or less.” কলিকাতা হইতে খাজুরী পর্য্যন্ত প্রতিদিন ডাক যাতায়াতের বিশেষ ব্যবস্থা করা হইয়াছিল । দ্রুতগামী ছোট ছোট ‘ছিপে' করিয়া ডাক পাঠান হইত। বিলাত হইতে জাহাজ সকল পেছিবা মাত্রই কলিকাতায় বিভিন্ন সংবাদ পত্রের প্রতিনিধিগণ বিলাতী সংবাদ সংগ্ৰহ করিয়া দ্রুতগামী ছিপে আরোহণ করতঃ কলিকাতা যাত্র করিতেন । পরবর্তিকালে খাজুরী হইতে কলিকাতা পর্যন্তু টেলিগ্রামের বন্দোবস্তও করা হয়। কলিকাতা হইতে খাজুরীর টেলিগ্রাফ লাইনই সমগ্র ভারতের মধ্যে প্রথম টেলিগ্রাফ লাইন । ১৮৫১-৫২ খৃষ্টাব্দে কলিকাতা মেডিক্যাল কলেজের অন্যতম চিকিৎসক ও রসায়ন শাস্ত্রের অধ্যাপক Dr. W. B. O’shanghnessy গবর্ণমেণ্টের অল্পমতিক্রমে স্বীয় উদ্ভাবিত যন্ত্র সাহায্যে কলিকাতা হইতে ডায়মণ্ডহারবার, ডায়মগুহারবার হইতে কুকড়াহাটী এবং কুকড়াহাটী হইতে খাজুরী পৰ্য্যন্ত এই তিনট লাইন খুলেন । ১৮৫৭ খ্ৰীঃাঞ্চ পৰ্য্যস্ত ঐ যন্ত্র দ্বারা কাৰ্য্য চলিয়াছিল, তৎপরে বিলাত বইতে Morse Instrument আসিলে নূতন পদ্ধতিতে কাৰ্য্য · চলিতে থাকে । - - ১৮৪৩ খ্ৰীষ্টাঙ্গ পৰ্য্যন্ত খাজুরী বন্দরের অস্তিত্ব ছিল। পরে ১৮৬৪ श्रुईitशत्र छैौष१ दशांश षाकूर्द्रौन डौtगोडांना नवउहे नहे शहेब बांद्र ।