পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/৪৭

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
ভৌমিক বিবরণ।
২৯

টিয়ারে লিখিয়াছেন যে, রাণীগঞ্জ হইতে বাঁকুড়া জেলার মধ্য দিয়া যে রাস্তাটি মেদিনীপুর সহরে জগন্নাথ রাস্তার সহিত মিলিত হইয়া, মেদিনীপুর জেলাকে দ্বিখণ্ডিত করিয়া দক্ষিণাভিমুখে চলিয়া গিয়াছে, সেই রাস্তাটির দ্বারাই এই জেলার দ্বিবিধ ভূমি-প্রকৃতি নির্দ্দেশিত হইয়া থাকে। কিন্তু জগন্নাথ রাস্তার দুই পার্শ্বের ভূমি-প্রকৃতির পার্থক্য পরিলক্ষিত হইলেও রাণীগঞ্জ রাস্তা সম্বন্ধে তাঁহার মন্তব্য ঠিক নহে। মেদিনীপুর সেটেলমেণ্টের ফাইনেল রিপোর্টে মেদিনীপুরের ভূতপূর্ব্ব সেটেলমেণ্ট অফিসার শ্রীযুক্ত জেম‍্শন সাহেব (Mr. A. K. Jameson M.A., I.C.S.) ওম্যালীসাহেবের ভ্রমপ্রদর্শন করিয়া দিয়াছেন। আমরাও দেখিয়াছি, রাণীগঞ্জ রাস্তার পশ্চিমপার্শ্বের ভূমির ন্যায় পূর্ব্বপার্শ্বের ভূমিও বহুদূর পর্য্যন্ত (প্রায় বর্দ্ধমান রাস্তার সীমা পর্য্যন্ত) একইরূপ প্রকৃতিসম্পন্ন। কিন্তু বর্দ্ধমান রাস্তার দুই পার্শ্বের ভূমি-প্রকৃতিতে বিশেষ পার্থক্য পরিলক্ষিত হয়। সাধারণতঃ দেখা যায়, এই বর্দ্ধমান-জগন্নাথ রাস্তার পশ্চিমদিক‍্স্থ ভূমি প্রস্তরময় এবং পূর্ব্বদিক‍্স্থ ভূমি মৃত্তিকাময়। এই ভূমিখণ্ডদ্বয় আবার দুই দুই ভাগে বিভক্ত দেখিতে পাওয়া যায়। পশ্চিমপার্শ্বের প্রদেশটির উত্তরাংশ নাতিক্ষুদ্র শৈলমালায় এবং নিবিড় অরণ্যে পূর্ণ। উক্ত প্রদেশটির দক্ষিণাংশের ভূমি কঙ্করময়, স্তরমণ্ডিত, কঠিন ও রক্তবর্ণ। দক্ষিণপশ্চিম প্রদেশের অধিকাংশ ভূমি অনুর্ব্বর।

 পূর্ব্বোক্ত পশ্চিমপার্শ্বস্থ প্রদেশটির ন্যায় রাজপথটির পূর্ব্বপার্শ্ববর্ত্তী প্রদেশটির ভূমি-প্রকৃতিও দ্বিবিদ্ব লক্ষণবিশিষ্ট। এই প্রদেশের উত্তরাংশ মধ্যপ্রদেশ এবং দক্ষিণাংশ নামাল বা নিম্নভূমি। পশ্চিমাংশের ভূমি অপেক্ষা এই অংশের ভূমি অধিকতর উর্ব্বরা ও শস্যশালিনী। এই জেলার পূর্ব্বদক্ষিণভাগের কতক অংশ নদীরমোহানাগত লোণা মৃত্তিকায় ও সমুদ্রের বালুকায় পূর্ণ। এই অংশের ভূমি এই জেলার মধ্যে উর্ব্বরতম।