পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ভৌমিক বিবরণ।
৪৭

মাদুর বিক্রয় হয়। মহাজনগণ ঐ সকল স্থান হইতে মাদুর কিনিয়া লইয়া কলিকাতা এবং অন্যান্য স্থানে বিক্রয় করে।[১]

 সদর মহকুমার অন্তর্গত গড়বেতা ও দাঁতনে দুইটি মুন‍্সেফ চৌকী ও দুইটি দাতব্য চিকিৎসালয় আছে। নারায়ণগড়ে ও সবঙ্গ থানার সদর মহকুমার অন্যান্য স্থান।অন্তর্গত পিঙ্গলা গ্রামেও এক একটি দাতব্য চিকিৎসালয় আছে। খড়্গপুর থানার অন্তর্গত জক্‌পুর ও মালঞ্চ প্রভৃতি গ্রামে, সবঙ্গ থানার পিঙ্গলা, রাজবল্লভ ও গোবৰ্দ্ধনপুর গ্রামে, দাঁতন থানার আগর-আড়া ও নারায়ণচক প্রভৃতি গ্রামে এবং নারায়নগড়, কেশপুর ও ডেবরা থানার স্থানে স্থানে অনেক কায়স্থ ও সৎ ব্রাহ্মণের বাস আছে। জঙ্গল মহালের অন্তর্গত ঝাড়গ্রাম, গিডনী, দহিজুড়ী, শিলদা প্রভৃতি স্থানের জল বায়ু বিশেষ স্বাস্থ্যকর। বায়ু পরিবর্তনের জন্য আজকাল অনেকে এই সকল স্থানে আসিয়া থাকেন।

 ১৮৫২ খৃষ্টাব্দের ১লা জানুয়ারী কাঁথি মহকুমা প্রতিষ্ঠিত হইয়াছে। সমগ্র বঙ্গদেশর মহকুমাগুলির মধ্যে কাঁথি দ্বিতীয় স্থান অধিকার করিয়াছে। শ্রীরামপুর মহকুমার পরেই কাঁথি মহকুমার নাম করা হইয়া থাকে। কাঁথি মহকুমার পরিমান ফল ৮৪৯ বর্গমাইল। আয়তনে ইহা কাঁথি মহকুমা।হাওড়া জেলার দ্বিগুণ। কাঁথি মহকুমার মধ্যে একটি সুউচ্চ বালুকাস্তুপ-শ্রেণী আছে। কাঁথি মহকুমার প্রধান নগর কাঁথি ধবল-শিখরমালা শোভিত এই বালুকাস্তুপের উপর অবস্থিত। এই বালুকাস্তুপ-শ্রেণী পুর্ব্বদিকে রশুলপুর নদীর মোহান হইতে আরম্ভ হইয়া পশ্চিম দিকে সুবর্ণরেখা নদীর মুখ পর্য্যন্ত বিস্তৃত


  1. Review of the Industrial Position and Prospects in Bunga in 1908, part II. p. 17.