পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/৬৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ভৌমিক বিবরণ।
৫১

নানাপ্রকার তৈজস প্রভৃতি প্রস্তুত হয়। ভগবান‍্পুর থানার অন্তর্গত গোপীনাথপুর গ্রামে উৎকৃষ্ট সুদৃশ্য পাল্কী ও কাঠের দ্রব্যাদি প্রস্তুত হইয়া থাকে। এগরা থানার অন্তর্গত বালিঘাই গ্রামের বাজার এবং পটাশপুর থানার অন্তর্গত গোনাড়া গ্রামের মঙ্গলামাড় হাট এতদঞ্চলের মধ্যে বিখ্যাত। এগরা (নেগুঁয়া) গ্রামেই প্রথমে কাঁথি মহকুমার কার্য্যালয়াদি প্রতিষ্ঠিত ছিল, পরে ঐ স্থান হইতে কাঁথিতে উঠিয়া যায়। পটাশপুর থানার অন্তর্গত গোনাড়া, ব্রজলালপুর, পড়িহারপুর, ধুসুৰ্দ্ধা প্রভৃতি গ্রামে অনেক কায়ন্থের বাস আছে।

 তমলুক মহকুমা মেদিনীপুর জেলার পূর্ব্বপ্রান্তে এবং কাঁথি মহকুমার উত্তর-পূর্ব্বে অবস্থিত। ১৮৫২ খৃষ্টাব্দের নভেম্বর মাসে এই মহকুমাটি তমলুক মহকুমা। গঠিত হয়। ইহার পরিমাণ-ফল ৬৫৩ বর্গ মাইল। তমলুকে আজকাল বাল‍্তি ও ষ্টীলের ট্রাঙ্ক প্রস্তুত হইতেছে। এক সময় এই মহকুমায় রেশম-ব্যবসায়ের যথেষ্ট শ্রীবৃদ্ধি হইয়াছিল। কিন্তু বিদেশী সিল্কের সহিত প্রতিযোগিতায় টিকিয়া থাকিতে না পারায় এক্ষণে সে ব্যবসা এক প্রকার বিলুপ্ত হইয়া গিয়াছে; অনেক মহাজনই ক্ষতিগ্রস্ত হইয়া কারবার বন্ধ করিয়া দিয়াছেন; কেহ কেহ সর্ব্বস্বান্ত হইয়া দেশত্যাগ করিয়া গিয়াছেন। অধিক কি, ওয়াট‍্সন কোম্পানীর মত ধনী মহাজনও ক্ষতিগ্রস্ত হইয়া এ অঞ্চল হইতে ব্যবসা উঠাইয়া দিতে বাধ্য হইয়াছেন। মধ্যে বেঙ্গল সিল্ক কোম্পানীও সামান্তভাবে কারবার আরম্ভ করিয়াছিলেন, তাহাও এক্ষণে বন্ধ হইয়া গিয়াছে। নীলের ব্যবসাও এক সময়ে এ অঞ্চলে বিশেষ প্রতিষ্ঠা লাভ করিয়াছিল; কিন্তু তাহাও এক্ষণে সমূলে বিলুপ্ত।[১]


  1. “Indigo, mulbery and sik the costly products of Bengal and