পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/৭৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ভৌমিক বিবরণ।
৫৫

ও ঘাটাল গাড়ুর জন্য বিখ্যাত। ঘাটাল মহকুমায় নানাপ্রকার মাটীর হাঁড়ি-কলসী ইত্যাদিও প্রস্তুত হয় এবং বিক্রয়ের জন্য নানা স্থানেও প্রেরিত হইয়া থাকে।[১] চন্দ্রকোণার মট‍্কী ঘৃত এ দেশে প্রসিদ্ধ।

 ঘাটাল মহকুমার অন্তর্গত ক্ষীরপাই সহরে পূর্ব্বে একটি মহকুমার কার্য্যালয় প্রতিষ্ঠিত ছিল। তৎকালে এ জেলার অন্তর্গত চন্দ্রকোণা,ক্ষীরপাই, বীরসিংহ ও অন্যান্য গ্রাম। ঘাটাল প্রভৃতি স্থান হুগলী জেলার অন্তর্গত ছিল।ঐ অংশ ও বর্তমান হুগলী জেলার কিয়দংশ লইয়াই ক্ষীরপাই মহকুমা গঠিত হয়। পরে ক্ষীরপাই হইতে মহকুমার কার্য্যালয় জাহানাবাদে উঠিয়া যায়। জাহানাবাদ মহকুম অধুনা আরামবাগ নাম প্রাপ্ত হইয়াছে। উহা এক্ষণে হুগলী জেলার অন্যতম মহকুম। ঘাটাল মহকুমায় অন্তর্গত ক্ষীরপাই, চন্দ্রকোণা, খড়ার, রামজীবনপুর এবং ইড়পালা গ্রামে এক-একটি দাতব্য চিকিৎসালয় আছে।

 ঘাটাল মহকুমার অনেক গ্রামে উচ্চ-শিক্ষিত বহুসংখ্য ব্রাহ্মণ ও কায়স্থের বাস। এই মহকুমার অন্তর্গত চন্দ্রকোণ গ্রামে ভারত-গৌরব লর্ড সত্যেন্দ্রপ্রসন্ন সিংহের পূর্ব্বপুরুষগণের আদিবাস ছিল। পরে তাঁহারা ঐ স্থান হইতে উঠিয়া বীরভূম জেলার অন্তর্গত রাইপুর গ্রামে বাস করেন। অদ্যাপি চন্দ্রকোণায় সিংহবংশের প্রতিষ্ঠিত পুষ্করিণী প্রভৃতির নিদর্শন আছে। প্রাতঃস্মরণীয় স্বৰ্গীয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় এই মহকুমার অন্তর্গত বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করিয়াছিলেন। এই অতুল সৌভাগ্য-সম্পত্তির অধিকারী হইয়াই আজ মেদিনীপুর সমগ্র ভারতের মধ্যে একটি উচ্চ স্থান লাভ করিতে সমর্থ


  1. Industrial Position and Prospects in Bengal p. 14.