পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/৭৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৫৬
মেদিনীপুরের ইতিহাস।

হইয়াছে। বীরসিংহ গ্রামে অদ্যাপি বিদ্যাসাগর মহাশয়ের বাটী ও তাঁহার প্রতিষ্ঠিত উচ্চ ইংরাজী বিদ্যালয়টি বিদ্যমান আছে। বঙ্গবাসী সেদিন মহাসমারোহে মহাত্মা রাজা রামমোহন রায়ের জন্মভূমি রাধানগরে তাঁহার স্মৃতিরক্ষার ব্যবস্থা করিয়াছেন; এইবার তাঁহার বীরসিংহের এই সিংহ-শিশুটির জন্মভূমিতে তাঁহার স্মৃতিরক্ষা কল্পে একটা কিছু স্থায়ী বন্দোবস্ত করিবেন নাকি?

 পরগণাগুলির উৎপত্তির ইতিহাস প্রথম অধ্যায়ে দিয়াছি। মেদিনীপুর জেলায় এক্ষণে ১১৫টি পরগণা আছে। সেগুলির নাম ও বিগতপরগণবিভাগ। ১৮৭২-৭৮ খৃঃ অব্দের রেভিনিউ সার্ভের সময় উহাদের পরিমাণ-ফল (বর্গ মাইল) যেরূপ নিরূপিত হইয়াছিল, নিয়ে তাহ উদ্ধৃত কয়িয়া দেওয়া হইল:–

 (১) অমর্শী ৪০.৯৫ (২) আমিরাবাদ ৩.৫৫ (৩) অরঙ্গানগর ১৮.৬৯ (৪) বাহাদুরপুর ৮৫.৬১ (৫) বাহিরীমুঠা ৪৬.০৫ (৬) বজরপুর ৬.১০ (৭) বলরামপুর ৫৯.৭০ (৮) বালিজোড় ১৩.৭৩ (৯) বালিসিতা ৫.৮৫ (১০) বালিসাই ১১.৮৯ (১১) বরদা ৭৯১ (১২) বোড়ইচোর ২২.৩২ (১৩) বারাজিত ৬.৪৩ (১৪) বাটিটাকী ১১.৪৫ (১৫) বাইন্দাবাজার ১.০০ (১৬) বেলাবেড়া ২০.৬০ (১৭) ভাইটগড় ২.০৬ (১৮) ভোগরাই ১৯.৫৩ (১৯) ভুয়ামুঠা ১৬.০৫ (২০) ভুরশুট ১.৭৪ (২১) বীরকুল ২৭.২৮ (২২) বিশওয়ান ৩৮.৩০ (২৩) বগড়ী ৪৪৫.৮৩ (২৪) ব্রাহ্মণভূম ৯৩.৬৬ (২৫) চন্দ্রকোণা ১২৪.০৪ (২৬) চিতুয়। ১০৪.১৯ (২৭) চিয়াড়া ৩৩.৮৩ (২৮) দক্ষিণমাল ৪.৫৪ (২৯) দাঁতনচোর ৪০.৩০ (৩০) দণ্টখড়ই ৪.১২ (৩১) দত্তমুঠা ১৬.৯১ (৩২) ধারেন্দা ৩৬.১৬ (৩৩) ঢেকিয়াবাজার ২৫.৫৩ (৩৪) দিগপারই ২৯.৩৫ (৩৫)