পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/৭৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ভৌমিক বিবরণ।
৫৭

দ্বিপাকিয়ারচাঁদ ৩৩.৪৫ (৩৬) দোরো দুবনান ৭১.৩০ (৩৭) এগরাচোর ৩০.৪৭ (৩৮) ইড়িঞ্চি ৬৯.২৬ (৩৯) গগনেশ্বর বা বাগভূম ৪৫.১৪ (৪০) গাগনাপুর ৩০.৯৬ (৪১) গওমেশ ১.৪২ (৪২) গুমাই ১৩.৪৯ (৪৩) গুমগড় ৯৯.৭৯ (৪৪) হাভেলীজলেশ্বর ০.৮২ (৪৫) কশবা হিজলী ১৮.৫০ (৪৬) চক ইসমাইলপুর ১৬.৮১ (৪৭) জলামুঠা ৫২.১৭ (৪৮) জামবণী ১০৩.৯৬ (৪৯) জামিরাপাল ৮.৯১ (৫০) জামনা তপ‍্পা ৩.০৪ (৫১) জাহানাবাদ ৩.৯৭ (৫২) ঝাড়গ্রাম ১৭৫.২৬ (৫৩) ঝাটীবনী বা শিলদা ২৪৩.৮৩ (৫৪) জুলকাপুর ৫.৬৮ (৫৫) কালরুইতপ্পা ২.৫৯ (৫৬) কালিন্দিবালিসাই ৩২.৩৫ (৫৭) কাকরাজিত ৪.১৪ (৫৮) কাকরাচোর ২.০১২ (৫৯) কাশীজোড়া ১১৯.০৪ (৬০) কাশীজোড়া কিসমৎ ০.৪৭ (৬১) কাশিমনগর ৬.৫৬ (৬২) কেদারকুণ্ড ৪৭.০৪ (৬৩) কেশিয়াড়ী ৮.০৯ (৬৪) কেশিয়াড়া কিসমৎ ০.৪৭ (৬৫) খালিসা ভোগরাই ০.৮৫ (৬৬) খান্দার ১৪৭.৫২ (৬৭) খড়্গপুর ৪৩.৬৬ (৬৮) খড়্গপুর কিসমৎ ৪.১২ (৬৯) খটনগর ৬৭.৮২ (৭০) খেলাড় নয়াগ্রাম ১৮৮.৯৫ (৭১) কুড়ুলচোর ৪৩.৫৬ (৭২) কুতবপুর ৪৫.০৩ (৭৩) লাটশাল ২.৭০ (৭৪) মাজনামুঠা ৮৩.৫৯ (৭৫) মল্লভূম বা ঘাটশিলা ১৩.৪৪ (৭৬) মণ্ডলঘাট ৩৬.২১ (৭৭) খারিজা মণ্ডলঘাট ১৩.৯২ (৭৮) মনোহরগড় ৩.৮৩ (৭৯) মাৎকদাবাদ ৩.১৯ (৮০) মাৎকন্দপুর বা কল্যাণপুর ৩৯.৮৮ (৮১) ময়নাচোর ৭৫.৫৭ (৮২) মেদিনীপুর ৩৭১.৫৩ (৮৩) মিরগোদা ২২.২৬ (৮৪) মহিষাদল ৬২.৯৯ (৮৫) নাড়াজোল ১১.৯৬ (৮৬) মেদিনীপুর কিসমৎ ১৫.২০ (৮৭) নারাঙ্গাচোর ১৪.০২ (৮৮) নারায়ণগড় ১৫.৬৮ (৮৯) নারায়ণগড় কিসমৎ ৮.৪৪ (৯০) নাড়ুয়ামুঠা ৫৫.৭৬ (৯১) কেওড়ামাল নয়াবাদ ৪.৪৭ (৯২) মাজনা নয়াবাদ ০.৫১ (৯৩) নয়াবসান