পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/৮২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

&২ মেদিনীপুরের ইতিহাস । গণ অনুমান করেন যে, ঐতরের আরণ্যকে আর্য্যগণ যাহাদিগকে পক্ষীজাতিয় মনুষ্য মনে করিতেন, তাহারা দ্রবিড় জাতিয় ছিলেন। * তাহারা ইহাও স্থির করিয়াছেন যে, ভারতবৰ্ষই দ্রবিড় জাতির প্রাচীন আবাস ভূমি ; তাহারা অতি প্রাচীনকাল হইতে ভারতবর্ষে বাস করিয়া আসিতেছেন এবং এই ভারতবর্ষ হইতেই প্রাগৈতিহাসিক যুগে তাহার খৃষ্টের জন্মের তিন সহস্ৰ বৎসর পূৰ্ব্বে বাবিরুষ অধিকার করিয়া বাবিরুষ ও অসুরের প্রাচীন সভ্যতার ভিত্তি স্থাপন করিয়াছিলেন। } প্রাচীন দ্রবিড় জাতিই বঙ্গ মগধের আদিম অধিবাসী । মহামহোপাধ্যায় পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় অনুমান করেন যে আর্য্যগণ আপনাদের বসতি বিস্তার করিয়া যখন এলাহাবাদ পৰ্য্যন্ত উপস্থিত হ’ল, তখন র্তাহার। বাঙ্গালার সভ্যতায় ঈর্যাপরবশ হইয়া বাঙ্গালীকে ধৰ্ম্মজ্ঞানশূন্য এবং ভাষাগৃষ্ঠ পক্ষী বলিয়। বর্ণনা করিয়াছিলেন । তিনি অনুমান করেন যে, এক সময়ে বঙ্গে এই দ্রবিড় জাতির বিশেষ প্রাধান্ত ছিল এবং এই মেদনীপুর জেলার অন্তর্গত বর্তমান তমলুক নগর তীহাদের একটা প্রধান নগর ছিল। : তিনি লিথিয়াছেন “তমলুক, বাঙ্গালার প্রধান বন্দর। অশোকের সময় এমন কি বুদ্ধের সময়ও তমলুক বাঙ্গালার বন্দর ছিল। তমলুক হইতে জাহাজ নানা দেশে বাইত। ফা-হিয়ান তমলুক হইতেই গিয়াছিলেন, একথা সকলেই জাম্লেন। অনেক প্রাচীন গ্রন্থেও তম

  • বাঙ্গালার ইতিহাস—১ম ভাগ-পৃঃ ১৯

+ H. R. Hall's The Ancient History of, the Near East pp. 171-174 o বঙ্গীয় সাহিত্য সন্মিলনের সপ্তম অধিবেশনের অভ্যর্থনা সমিতির সভাপতির অভিভাষণ-মানসী-বৈশাখ—১৩২১ ।