পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/৮৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\bbr মেদিনাপুরের ইতিহাস। ল্লেখ আছে। কুরুপাঞ্চালীয় অনেক ঘটনার সহিত তাম্রলিপ্তাধিপতি সংস্থষ্ট ছিলেন। মহাভারতের আদিপৰ্ব্বে দ্রৌপদীর স্বয়ংবর প্রসঙ্গে লিখিত আছে যে, স্বয়ংবর-সভায় লক্ষ্য বিদ্ধ করিবার জন্য তাম্রলিপ্তাধিপতিও উপস্থিত ছিলেন । সভাপর্বে ভামের দিগ্বিজয়প্রসঙ্গে ভামের হস্তে তাম্রলিপ্তেশ্বরের পরাজয়কাহিনী পূৰ্ব্বে একবার উল্লেখ করিয়াছি। উক্ত সভাপর্বেই দেখা যায় যে, যুধিষ্ঠিরের রাজস্বয়যজ্ঞকালে তাম্রলিপ্তাধিপতিও উপস্থিত ছিলেন এবং তিনি সুশিক্ষিত পৰ্ব্বতপ্রতিম কবচাৰ্বত সহস্ৰ কুঞ্জর প্রদান পূর্বক রাজসভায় প্রবিষ্ট হইয়াছিলেন । এতদ্ভিন্ন দ্রোণপর্বে বীরবর্গ-পরিপূজিত পরশুরামের যুদ্ধবর্ণন উপলক্ষে ও কর্ণপৰ্ব্বে সঙ্কুল যুদ্ধের প্রসঙ্গে গজযুদ্ধ বিশারদ প্রাচ্য, দাক্ষিণাত্য এবং অঙ্গ, বঙ্গ, পুণ্ড, মেকল, তাম্রলিপ্ত ক প্রভৃতি বীরগণের কীৰ্ত্তিকাহিনী বর্ণিত আছে। অপিচ, ভান্সপৰ্ব্বে অন্ধ নরপতি ধৃতরাষ্ট্রের নিকট ভারতবর্ষের পুণ্যদাত্রা নাসমূহের ও জনপদের নামকীৰ্ত্তনকালেও * সঞ্জয় তাম্রলিপ্তের নামোল্লেখ করিয়াছেন। যথা— “কক্ষ গোপালকক্ষশ্চ জ্ঞাঙ্গলাঃ কুরুবর্ণকাঃ । কিরাতবর্বরাঃ সিদ্ধা বৈদেহাস্তাম্রলিপ্তকাঃ ॥” মহাভারতোক্ত বকরাক্ষসের উপাখ্যানের সহিতও মেদিনীপুর জেলার কিছু সম্বন্ধ আছে বলিয়া অনুমান হয়। মহাভারতে লিখিত আছে, পাণ্ডবগণ জতুগৃহদাহের সময় বিদুর-প্রেরিত যন্ত্রལཱ་ཧཱ་ཧཱ་ཧཱ་ཧཱ་ চালিত নৌকাযোগে গঙ্গা উত্তরণ পূৰ্ব্বক দক্ষিণদিকে অগ্রসর হইয়া এক নিবিড় অরণ্যে প্রবেশ করিয়াছিলেন। অতঃপর তন্নিকটবৰ্ত্তী একচক্রানামক গ্রামে কিছুদিন বাস করেন। সেই প্রদেশ বক-নামক এক রাক্ষসের অধিকারভুক্ত ছিল । মহাভারতীয় काल !