পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

 সুদূর অতীত কাল—১, অঙ্গ, বঙ্গ ও কলিঙ্গ রাজ্য—১, পুণ্ড্র ও সুম্ভ রাজ্য—২, সুম্ভ ও তাম্রলিপ্ত—৪, উৎকল রাজ্য—৫, উড্রদেশ—৬, প্রাচীন উৎকলের রাজস্ব বিভাগ—৭, কর্ণসুবর্ণ রাজ্য—১০, মালভূম বা মল্লভূমি—১১, রাঢ়দেশ—১১, আক্‌বরের রাজস্ব বিভাগ—১২, তমলুক দেশ—১৭, ভানদেশ—১৮, সাজাহানের রাজস্ব বিভাগ—২০, মুর্শিদ্‌কুলীর রাজস্ব বিভাগ—২৪, চাক্‌লা মেদিনীপুর—২৪, মেদিনীপুর জেলা—২৫।

 প্রাকৃতিক বিপর্য্যয়—২৭, ভূমি প্রকৃতি—২৮, প্রাকৃতিক সৌন্দর্য্য—৩০, নদ নদী—৩০, নদ নদীর গতি পরিবর্ত্তন—৩১, জল বায়ু ও স্বাস্থ্য—৩৪, পশু পক্ষী ও সরিসৃপাদি—৩৪, আবাদী ও অনাবাদী ভূমি—৩৫, কৃষিজ দ্রব্য—৩৬, ফসলের নাম ও জমীর পরিমাণ—৩৮, বৃক্ষলতা ও ফলমূল—৩৯, জেলার আয়তন—৪০, মহকুমা ও থানা—৪০, পুলিশ-ষ্টেশন—৪১, সদর মহকুমা—৪১, মেদিনীপুর সহর—৪২, খড়্গপুর—৪৪, আনন্দপুর ও কেশিয়াড়ী—৪৫, লোয়াদা—৪৬, সবঙ্গ—৪৬, সদর মহকুমার অন্যান্য স্থান—৪৭, কাঁথি মহকুমা—৪৭, কাঁথি সহর—৪৮, কাঁথির সমুদ্রতীরবর্ত্তী স্থান সমূহ—৪৯, কাঁথি মহকুমার অন্যান্য স্থান—৫০, তমলুক মহকুমা—৫১, তমলুক সহর—৫২, তমলুক মহকুমার