পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/৯২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

१२ মেদিনীপুরের ইতিহাস । তমলুকের রাজবাটস্থিত রাজাদের প্রাচীন বংশাবলী-তালিকায় প্রথম রাজার নাম ময়ূরধ্বজ ও র্তাহার পুত্রের নাম তাম্ৰধ্বজ লিখিত থাকায় এবং কৃষ্ণাৰ্জ্জুনের যুগলমূৰ্ত্তি অতি প্রাচীনকাল হইতে তমলুকে বিরাজমান থাকা হেতু উক্ত ঘটনা তমলুকে ঘটিয়াছিল বলিয়া লোকে জল্পনাকল্পনা করিয়াও আসিতেছে । রত্নাবতী নামে একটি স্থানও পূৰ্ব্বে তমলুকের অন্তর্গত ছিল, এইরূপ জনশ্রুতি। * আমরা অনুমান করি, উক্ত ঘটনা নৰ্ম্মদীতীরবর্তী রত্নপুরে বা রত্নাবতী নগরেই ঘটিয়াছিল। তাম্রলিপ্তাধিপতি রাজ ময়ূরধ্বজের পুত্র তাম্ৰধ্বজ কৃষ্ণাৰ্জুনকে নৰ্ম্মদাতীরেই পরাজিত করিয়া থাকিবেন, পরে তিনি কৃষ্ণাৰ্জুনের যুগলমূৰ্ত্তি স্বীয় রাজধানী তাম্রলিপ্ত নগরে প্রতিষ্ঠিত করায় উক্ত ঘটনা তমলুকেই ঘটিয়াছিল বলিয়া লোকে মনে করিয়া লইয়া থাকিবে। মহাভারত হইতে তৎকালীন তাম্রলিপ্তাধিপতির শৌর্য্য-বীর্য্যের ঘেরূপ পরিচয় পাওয়া যায়, তাহীতে এরূপ ঘটনা একেবারে অসম্ভব বলিয়া মনে করিবারও বিশেষ কারণ নাই । মহাভারতোক্ত এই সকল ঘটনার আলোচনা করিলে আমরা দেখিতে পাই, মহাভারতীয় কালে বর্তমান মেদিনীপুর জেলায় আর্ক ও অনাৰ্য্য উভয়জাতিরই অধিকার ছিল। এই জেলার দক্ষিণপূৰ্ব্বাংশে তাম্রলিপ্ত প্রদেশে আর্য্যগণ রাজত্ব করিতেন আর উত্তরপশ্চিমাংশে জঙ্গলময় প্রদেশটিতে অনাৰ্য্যদিগের অধিকার ছিল। সমগ্র জেলাটির প্রাকৃতিক দৃপ্ত দেখিয়াও তাঁহাই মনে হয়। অস্থাপি এই জেলার উত্তরপশ্চিমপ্রদেশে স্থানে স্থানে শৈলমালা ও নিবিড় অরণ্যানী রহিয়াছে এবং পাৰ্ব্বতীয় অনাৰ্য্যজাতিগণ ও নিয়শ্রেণীর হিন্দুরা ঐ অঞ্চলে বাস করিতেছে । * • Hunter's Orissa vol. 马理·399·