পাতা:মেদিনীপুরের ইতিহাস প্রথম ভাগ.djvu/৯৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ অধ্যায়। ?、?。 ○ *ーを হিন্দু-রাজত্ব—তাম্রলিপ্ত রাজ্য। কুরুক্ষেত্র মহালয়রের পর একপ্রকার আর্য্যবৰ্ত্ত হইতে ক্ষত্রিয়প্রাধা বিলুপ্ত এবং ব্রাহ্মণ প্রাধান্ত স্থাপিত হয়। কিন্তু তাহ হইলেও অঙ্গ, বঙ্গ ও কলিঙ্গে পূৰ্ব্বাপর ক্ষত্রির প্রাধান্ত বিলুপ্ত হয় নাই। পূৰ্ব্বভারতে বুদ্ধদেব ও জৈন তীর্থঙ্করগণের আ িভাবে বরং ক্ষত্রিয় প্রাধান্ত সুপ্রতিষ্ঠিত হইয়ছিল ; প্রাচীন জৈন ও বৌদ্ধগ্রন্থ-সমূহ হইতে তাহার যথেষ্ট পরিচয় পাওয়া যায়। ঐ সকল গ্রন্থ হইতে জানা যায়, জেনধৰ্ম্মপ্রচারক চব্বিশ জন তীর্থঙ্করের মধ্যে প্রায় সকল তীর্থঙ্করের সহিত বাঙ্গালীর সংস্রব ঘটিয়াছিল । ইহার কলেই পরম জ্ঞানী বলিয়া জৈন-সমাজে “দেবাধিদেব” অর্থাৎ দেব-ব্রাহ্মণ হইশে শ্রষ্ঠ বলিয়৷ পূজিত হইয়া আসিতেছেন। জৈন তীর্থঙ্করগণের মধ্যে ত্রয়োবিংশ তীর্থঙ্কর পাশ্বনাথ স্বামী ৭৭৭ খৃষ্ট-পূর্বাদে মানভূম জেলাস্থ সমেত-শিখরে (বর্তমান পরেশনাথ পাহাড়ে) মোক্ষলাভ করেন। জৈন কন্নস্থত্রে দেখা যায়, খৃষ্ট-জন্মের প্রায় আটশত বৎসর পূৰ্ব্বে তিনি কৰ্ম্মকাণ্ডের প্রতিকুলে পুণ্ড, রাঢ় ও তাম্রলিপ্তে চাতুধাম ধৰ্ম্ম প্রচার করিয়াছিলেন। পাশ্বনাথ স্বামীর পর চতুবিংশ বা শেষ তীর্থঙ্কর মহাবীরের অভু্যদয়। মহাবীরের অপর নাম বৰ্দ্ধমান স্বামী। বৰ্দ্ধমান স্বামী যে দেশে ধৰ্ম্মপ্রচার করিয়াছিলেন, পরবর্তিকালে সেই দেশের নাম লিপ্তে জৈন প্রভাব !