পাতা:মোগল-বিদুষী.djvu/১১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
গুল্‌বদন্‌

হইতে পারে নাই;—গুল্ ধীরে ধীরে সুস্থ হইয়া উঠে। এই ঘটনার পর বাবর আর তিলার্দ্ধও সীক্‌রীতে অবস্থান করেন নাই।

 আগ্রায় পৌঁছিয়াই সম্রাট্ শুনিলেন, অবশিষ্ট পরিজনগণ এতদিনে কাবুল হইতে আসিতেছেন। তিনি স্বয়ং অনেকটা পথ অগ্রসর হইয়া পরম শ্রদ্ধেয়া জ্যেষ্ঠা ভগিনী খান্‌জাদা বেগম ও অন্যান্য সকলকে যথাযোগ্য সম্মান ও সমাদরের সহিত অভ্যর্থনা করিলেন।

 কিন্তু শেষের দিন ঘনাইয়া আসিয়াছিল। বাদ্‌শাহ্ বাবরের চরম আকাঙ্ক্ষা—হিন্দুস্থান-বিজয় শেষ, প্রিয় আত্মীয়বর্গ নিকটে,—প্রাণাধিক পুত্র হুমায়ূন্ রাজ্যভারগ্রহণের উপযুক্ত। বিদায়—এইবার বিদায়! বাদ্‌শাহের নয়নে কোন এক অজানা দেশের রশ্মিপাত হইয়াছে কে বলিবে? একদিন তিনি পরিজনবর্গসহ বাঘ্‌-ই-জান্‌-আফশান্ উদ্যানে উপস্থিত হইয়া প্রার্থনার পূর্ব্বে ‘ওজু’ করিবার স্থান দেখিতে দেখিতে বলিলেন,— ‘রাজত্ব ও রাজ্যশাসন-রশ্মি আকর্ষণ করিয়া আমার হৃদয় অবসন্ন। এইবার এই উদ্যানেই আমি চিরবিশ্রামলাভ করিব।’

 বাদ্‌শাহের বয়স আটচল্লিশ বৎসর; মধ্য-এশিয়া-সম্ভূত কঠোরশ্রমী এই বীরবরের পক্ষে বার্দ্ধক্যের বহু বিলম্ব; পদতলে নববিজিত ধনধান্যপূর্ণ, সুবিপুল স্বর্ণভূমি ভারত। কিন্তু তাঁহার মুখে এখনই বিদায়ের এ কি বিষাদময়ী বাণী! পতিপ্রাণা মহিষী মাহম্ ও অন্যান্য বেগমেরা অশ্রুসংবরণ করিতে পারিলেন না। মাহম্