পাতা:মোগল-বিদুষী.djvu/৮০

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
মোগল-বিদুষী

‘দিউয়ান-ই-মখ্‌ফী’ কি জেব্‌-উন্নিসার?

 সেকালের রীতি অনুসারে মোগল-অন্তঃপুরচারিণীরা কবিতাদি রচনা করিতেন। কেবল জেব্‌-উন্নিসা কেন,—আক্‌বর-মহিষী সলীমা সুলতান বেগম্ ও সম্রাজ্ঞী নূরজহানও ‘মখ্‌ফী’ (গুপ্তব্যক্তি) ভণিতায় অনেক ফার্সী কবিতা রচনা করিয়াছিলেন। বর্ত্তমানে যে ‘দিউয়ান-ই-মখ্‌ফী’ জেব্‌-উন্নিসার রচনা বলিয়া সাধারণতঃ আমাদের নিকট পরিচিত, তাহা প্রকৃতপক্ষে জেবের রচনা কি না, সে বিষয়ে সন্দেহ আছে।

 স্প্রেঙ্গার সাহেব এবং ডাক্তার রিউ[১] উভয়েই বলেন, দিউয়ান্‌-ই-মখ্‌ফী জেব্‌-উন্নিসার লেখনী-প্রসূত। কিন্তু দিউয়ান্‌ পাঠ করিলে, একজন রাজপরিবারভুক্ত মহিলার নিকট হইতে এরূপ লিখনভঙ্গী ও বক্তব্য-বিষয় প্রকাশ করিবার পদ্ধতি যে কখনও আশা করা যায় না—সে কথা আপনা হইতেই মনে আসে। অধিকন্তু দিউয়ানে এমন কতকগুলি কবিতা স্থান পাইয়াছে, যাহা পাঠ করিলে স্প্রেঙ্গার ও রিউ সাহেবের মতের সমীচীনতা সম্বন্ধে যথেষ্ট সন্দেহ হয়। দিউয়ান্‌-ই-মখ্‌ফীর অনেকস্থলে দেখা যায়, গ্রন্থকারের জন্ম খুরাসানে। তিনি তখন ভারতবর্ষে অবস্থান করিতেছিলেন মাত্র। ভারতবর্ষের উপর তাঁহার যে খুব কমই আকর্ষণ ছিল, তাহা এই কবিতাটিতে ফুটিয়া উঠিয়াছে—


  1. Oudh Nawab’s Catalogue—Sprenger, p. 480. Cat. of Pers. MSS. in the British Museum, by Dr. Rieu, ii. 702.

৭২