পাতা:মোহন-মাধুরী.djvu/১২৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মোহন মাধুরী। সত্যই এই অট্টালিকার মধ্যে একটী মুল্পর মসজ্জিত ঘরে পয়ন করে আছি ) গুলেত জা’ ত কোন সন্দেহ নাই। এথন বাড়ীতে এস অনেক দিন পত্র তোমায় যেবা শুশ্ৰষ করে এ অধিনী কৃতার্থ হক। নীলাম্বর। প্রিয়ে আমার এই হঠাৎ অবস্থা পরিবর্তেনে জাদঃ একেবারে সানন্দে উম্মত হয়েছে। পরুিণ বিবাদের পর নিরতিশয় হর্ষে এইরূপই হ’য়ে থাকে। বলিতে কি আমি এখন স্বর্গে, কি সত্যে, কি অন্য কোথায় রখেছি কিছুই ঠিক কর্চে পাচ্ছিনা। এলো। নাথ । মনের আবেগ কথঞ্চিৎ সম্বরণ করে ঘরে চল। (নীলাম্বরের হন্ত ধারণ ) নীলাম্বর। ন প্ৰিয়ে। তোমার স্পর্শে আমার বিশুদ্ধ জ্ঞানের সর হয়েছে। মোহন কোথ। সকলে ভাল জা ছ। এলে। অাছে ; কিন্তু তোমার বহুন্নি সিলম্ব দর্শনে মোহন বড় ব্যাকুল হয়েছে । নীলাম্বর। চল তাদের দেখবার জ্য অামারও মন বড় ব্যঞ্জ হয়েছে। আর পগোজ ও ব্রাহ্মণ ভোজনের উদ্যোগ শীর্জ গীর্জ সেরে দিলে বে। (উলয়ের প্রস্থান )