পাতা:মোহন-মাধুরী.djvu/১৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ যোৰ-মাধুৰী। C হইয়াছে নীলাম্বর মহা ধনবান। জানি ভাগিল ঘুম ; বালার্বকিরণ দেখিলাম তরুরাজি করেছে রঞ্জিত। পাছে মিথ্যা হয় বলি, হস্থখবরতা বলি নাই কারো কাছে, আনন্দে সতায় উপনীত ধীরে ধীরে, গুনিলাম তথা কতিপয় ব্যাংখে অপূর্ব কাহিনী নিশিযোগে নীলাম্বরনিষাদ-নিবাস । পর্ণপালা হইয়াছে রম্য সৌধবর। ঘুচিল সংপয় মোর ; করিলাম পণ, মহেশের প্রিয়ভক্তে বৈবাহিক করি সফল করিব মম বিফল জীবন। লীল। বহুদিন বারি বিন্য তৃষ্ণার্ড চাতক নবঘনোদয় দেখি যথা সুখী হয়, অথবা তিমিরাব্বতা অমারজনীতে

  • চকোর দেখিলে শৰী হয় হে যেমন,

তত ৰথ উপজিল মনে প্ৰাণেশ্বর। এ শুভসংবাদ শুনি ; স্নেহের প্রতিমা তনয়ার মনোময় মিলিল হে বর, ভাবি হবে নাহি ছে অমাব আন্তর । ৭ . বলিব ঘথের কথা তারে নিজ মুখে, ব : য়া আসিবে কোলে শুনে থ জামার, প্রেমানন্দে পুলকিত হইবে শহর।