পাতা:মোহন-মাধুরী.djvu/৬৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধুরী। হতেই বা কতক্ষণ ? তোমরা না বলে “এই নদীর ধারের বাগান থেকে ফুল তুলে নিয়ে। আসি চল”। এই বুলি তোমাদের ফুল তুলতে আসা ? ভিক।। রাজকুমারি। রাগ করো। না। তোযায় এখানে ভুলিয়ে এনেছি বটেকিন্তু তাহাতে আমাদের কোন দোষ নাই। ৰাণী মা এই মন্দিরের নাম করে মাথার দিব্য দিয়ে বলেন, তোমরা যেমন করে পার, মাধুকে শিবপূজা করিয়ে নিয়ে এস। স্পষ্ট বলে। তুমি ত আর আস্তে চাইতে না, কাজেই অাম দের এই ফিকির খাটাতে হ’ল । আধুরী। বটে, মাও বুঝি এর ভিতরে আছেন। তা থাক লেনই বা, আমি কিন্ত্য মন্দিরের ভিতর যেতে পারব। না। আমার মন যেন ভাবী বিপদাশঙ্কায় যারপর নাই কাতর হয়েচে-অামার দক্ষিণ অঙ্গ অনবরত স্পন্দিত হ—েউঃ তাইত সহসা মাযার প্রাণ এত ব্যাকুল হয়ে উঠল কেন । তর। সখি। অত উতষা হচ্চ কেন ? তুমি এত উৎ কণ্ঠিত হতে পার, এমন কারণ ত আমি কিছুই দেখতে পাচ্ছি না। নিকা। রাজনন্দিনী। ভূমিস ত কোন কালেই ভীরতাবা। ছিলেনাতবে আজ এত ভয় পাচ্চ কেন। কই। আমাদের ত কোন ভয় হচ্ছে না । তুমি মহারাজ ধিরাজ বীরকেশরের কথা হ’য়ে সামান্য কারণে এড।