ষোল গধুরী। না পারি, জাছ সে ,। ভার না হয় আমার রইল আমি যেমন ক'রে পারি একে রাজী করব। তর। বলি ঘটক চাকরণ। এ ঘটকারী ব্যবসা কত দিন আরম্ভ করা হয়েে যমিক। কেন যে দিন থেকে তোষার যৌবন তুফান তোমার। দেহ নদীর কিনারা ছাপিয়ে উঠে উথলে পডর উপক্ৰম কছিল, সেইদিন থেকেই ত আমার ঘট। কালীর সূত্রপাত—ঘট কালীরূপ বাধ দিয়ে কোন কাপে নদীর জল বজায় রেখেছি, তাকি তুমি। জানা ? তা জানবে কেন ? নেমক হারায় এক । জাতই খালাস। সেতের স্বভাব কিনা তাই আবার সে কথা জিজ্ঞাসা করা হচ্ছে। ' তর। হ্যা বাজ ক' যি বই কি। তখনকার কথ। । বুঝি মনে পডেন, খন ঘটকাণী ক’রে যা আনতি তোর হয়ে থাকূলে তবেত আমি পেতুম। এত | আর আমার উপকার বল নয়, নিজেরই ফুৰিবৃতি কর । তবে ঘটকঠাকরণ, বলি এখন যে কাষে হাত দিতে চাচ্চ, ’তে পাওনাট কি আগেকায় মতই দিতে হবে, ন রাজ ক্যা বলে কিছু ছেলে যেবে ? মাধুরী। সখি। তোমাদের বাকচাতুরী আমার আর ডা| লাগুচেনা। আমার প্রাণ যেন কেমন কেমন। কড়ে। তোমাদের পূজা করতে হয় কল্প নইত।
পাতা:মোহন-মাধুরী.djvu/৭২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।