পাতা:মোহন-মাধুরী.djvu/৭৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

যোন-য্যকী। ' . নোহন। বেন কেন কাপালিক, ভূমি অমন কচ কে । "আমার আলাত ত সাংঘাতিক নয়, তুমি যাতে । কেবল এই বালিকাকে ছাডিয়া পলায়ন কর নেই। জন্য দূর হইতে বাগবিদ্ধ কত্বেছি। কাপ। হা নির্বোধ তুমি কি করেছ, এখনে৷ কি বুঝতে পাঁচ্ছ না । তোমার বাণ নিশ্চয়ই বিষ মাধান। ছিল, উঃ সহজ সর্পাতেও এত যন্ত্ৰণা হয় না, দলে মলুম। যোহন। (মান বদনে ) কি সৰ্বনাশ। আমি কি তবে ভ্রম বশতঃ এক জনের জীবন নষ্ট করিলাম। আমার । যে তা হলে নরকেও গতি হবেনা। ভাই কাপা। লিক। [ পদতলে উপবেশন ] আমি তোমার চরণ। ধরে বিনয় করে বল ছি, তুমি আমায় ক্ষম। কর। পরমেশ্বরের দিব্যবাণ যে বিষ মাথান, তা আমি ঘূণাক্ষরেও জানিতাম না। তা জানলে কি আর এই বিষম সৰ্ব্বনাশ সজটিত হয়,ানা মোহান্ধ। হ’য়ে আপনার পায়েই জাপনি কুঠারাক্ষাত করি। কাপা। (মৃত্যু যাতনায় অধীর হইয়া ) ভাই, তুমি যদিও আমার পরম শত্রর কার্য্য করেছে, তথাপি আমি। অস্তরের সহিত তোমায় ক্ষমা কনেম। সকলি বিধা তার খেলা। আমার দোষ কি? আমার যেমন কৰ্ম আাজ তেমনি ফল পেলেম। বিশেষতঃ তুন কিছু জ্ঞানতঃ অপর এই । দেৱ অনিষ্ট সাধন