যোংন। তাই রাজ নয়ারে দ পিলার বরে করে h | মানুহৰে বাবের বরে সমর্শন) ' আসি মা, বিদায় মাগে অবোধ সন্তান, রাঙ্গাপদে সদন যেন থাকে মন প্ৰাণ ৷ ( প্ৰণাম ও প্রস্থান ) বনা। (যাধুরীর প্রকি) তার মা মায়ের কোলে জুড়াক জীবন, কেন ভীত চিন্তাকুল সমাজ বদন । ( মাছুরীকে কে মে লইয়। উলেশন। কি ভয় কি চিন্তা তোর : দিলাম অভ্য। বলিলাম মনস্কাম পরিবে সম্বর , তথাপি আলত মুণী। লাজতরে বুঝি। মার কাছে লাজ যে মা সাজেন। মেয়ের। নাহি হেন কথা কিম্ব নিভৃত বাসনা । মার কাছে যেয়ে যাহা পারে লুকাইতে। হাসি মুখে মার পানে চীও একবার, 'চাও মুখ তুলে ; যাই এ জগৎ তুলে। বাড়িল বনের শোভা তোরে লয়ে কোলে । যাধুৰী। (প্ৰফুল্ল বদনে) মা,যা, এত মেহ তোর এ দাসীর প্রতি। হাসি কি থাকিতে পারে না আমি য। অর।। আী অপেরণে, মাগো, গেছে সব ফাল, পড়িয়াছে বহুদূরে অসার সংসার, কি এক স্বগীয় ভাবে চিন্ত প্রমোদিত। কি কহকে গেল লাজ, নারীর ভূষণ,
পাতা:মোহন-মাধুরী.djvu/৯৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।