পাতা:ম্যাকবেথ-নাটক.djvu/৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তম দৃশ্য। ম্যাকবেথের দুর্গের কক্ষ । (বাদ্যযন্ত্রকারক ও মশালধারকগণ পরে খান হন্তে খাৰূসামাগণের প্রবেশ ও প্রস্থান, পরে ম্যাৰেখের প্রবেশ ) ম্যাক্ট। এ কঠিন ব্রত যদি উত্থাপনে হ’ত উদ্যাপন, শ্ৰেয়ঃ তবে শীঘ্র সমাধান ; লন্ধকাম হত্য যদি বারিতে পারিত পরিণাম, অস্ত্রাঘাতে ফুরা’ত সকাল, ভুঞ্জিতে না হ’ত ফলাফল ইহকালে। সংকীর্ণ এ ভব-কুলে দাড়ায়ে নির্ডয়ে, করিতাম অবহেলা পরলোকে । কিন্তু এই গুরু পাপে দণ্ড ইহলোকে ! অষ্ঠে শিখে এ শোণিত খেলা, শিক্ষকে দেখায় সেই খেলা প্রাণনাশী । বিষম অপক্ষপাতী বিধির নিয়ম ! যার বিষপাত্র, আনি ধরে তার মুখে। দ্বিগুণ বিশ্বাসভঙ্গ বধিলে ভূপালে, জ্ঞাতিত্ব প্রথমে, তাহে প্রজা আমি তার, উভয়ে প্রবল রোধ এ কার্য সাধনে। দ্বিতীয়তঃ, মমাপ্রয়ে অতিথি সে জন, ঘাতকে রোধিতে দ্বার উচিত আমার, আপনি ধরিখ ছুরী, এ হ'তে সম্ভৰে পাপ কিবা ? বিশেষ এ নরপতি মাৎসর্ঘ্য বিহীন,