পাতা:ম্যাকবেথ-নাটক.djvu/৯৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

సిరి ম্যাকৃবেথ | দোষ করিনি ব'লে কেন আর নারীস্বচক প্রতিবাদ করি। এর কারা? { হত্যাকারীগণের প্রবেশ ) ১ম-হত্যা । তোর স্বামী কোথা ? লেডী-ম্যাকড। ভরসা করি, এমন অপবিত্র স্থানে নাই, যেখানে তুই তাকে দেখতে পাৰি। ১ম-হত্যা । সে রাজার শত্র । ছেলে। মিথ্যেবাদী, ফুড়ে চুলে নরাধম! ১ম-হত্য । হাঁ, ডিয়ে এত রাজ ! ( ছোরার আঘাত ) বিশ্বাসঘাতকের ছান ! ছেলে। মা, পালাও-ম, পালাও ! আমায় খুন করেছে ! মিনতি করি মা,--পালাও ! ( মৃত্যু ) লেডী-মাক্ড। খুন ক’লে! খুন ক’লে! [লেণ্ডী-ম্যাক্সুফের পলায়ন ও ইত্যাকারীগণেব ভকহুসরণ ! তৃতীয় দৃশ্য। ইংলণ্ড-রাজপ্রাসাদের সন্মুখ। (ম্যাকুম ও ম্যাক্ণ্ডফের প্রবেশ ) মাকুম। চল, যাই কোন জনহীন লতিকা মওপে, রোদনে হৃদয় ভার করি গে মোচন ? মাক্ড। একি কথা ! সংহারিণী অগি দৃঢ় করিয়া ধারণ, বীরের মতন, রঙ্গিব এ পীড়িত শান্বিত জন্মভূমি।