পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

կ/օ প্রণাম করিতেছি; তিনি আমাকে নানাভাবে উপদেশ ও সাহায্যদান করিয়াছেন; বিশেষতঃ “বহারিস্তান” প্রভৃতি দুষ্প্রাপ্য গ্রন্থের অস্তভূক্ত বিষয়ের সন্ধান দিয়া, লুপ্ততথ্যের সমর্থন জন্ত আমার সহিত আলোচনা করিয়া, আমাকে চিরখণী করিয়া রাখিয়াছেন ; ভাষায় সে ঋণের পরিশোধও হয় না, করিতেও চাহি না । তিনিই উদ্যোগ করিয়া ব্যারিস্তুনের একটি প্রামাণিক পৃষ্ঠার ব্লক প্রস্তুত করাইয়া দেন। প্রতাপাদিত্য প্রসঙ্গে অগ্ৰজকল্প রাজা যতীন্দ্রমোহন রায়, vযশোরেশ্বরী দেবীর সেবায়ং পরমোৎসাহী শ্ৰীযুক্ত শ্ৰীশচন্দ্র অধিকারী, বন্ধুবর রাজা গিরীন্দ্রনাথ রায় ও শ্ৰীযুক্ত হিরণ্যকুমার সেনগুপ্ত, এবং সীতারাম-প্রসঙ্গে স্বর্গগত যদুনাথ ভট্টাচাৰ্য্য এবং বিনোদপুর স্কুলের খ্যাতনাম হেডমাষ্টার ঐযুক্ত হেমন্তকুমার মজুমদার, ডেপুটি ম্যাজিষ্ট্রেটু বাবু সত্যেন্দ্রনাথ দাস, পাৰনার উকীল রায় সাহেব তারকনাথ মৈত্ৰেয় আমাকে যথেষ্ট সাহায্য করিয়াছেন। ভূষণ ভ্রমণকালে প্রখ্যাতনাম ঐযুক্ত ভুলু বাবা আমার পথপ্রদর্শক হইয়া ও নানাস্থান হইতে গোসাই গোরচাদের “সংকীৰ্ত্তন বন্দনার” প্রতিলিপি সংগ্ৰহ করিয়া দিয়া এবং বড়গাতি নিবাসী পূজ্যপাদ ডাক্তার মোক্ষদাচরণ ভট্টাচাৰ্য্য মহাশয় যশোহর-কাহিনী ও নিরক্ষর কৰি সম্বন্ধীয় কিছু কিছু তথ্যের সাহায্য করিয়া আমাকে চিরকৃতজ্ঞতাপাশে আবদ্ধ বাথিয়াছেন। ভারতের পূর্ব বিভাগীয় আর্কিওলজিক্যাল সুপারিন্টেণ্ডেণ্ট সুপণ্ডিত ও সহৃদয় শ্ৰীযুক্ত কাশীনাথ দীক্ষিত এম, এ মহোদয় আমার সঙ্গে নানা স্থানে ঘুরিয়া, প্রত্নতত্ত্বের আলোচনা দ্বারা কতকগুলি জটিলতত্ত্বে আলোকপাত করিয়াছেন, এবং আমাকে কয়েকটি রিপোর্ট, ফটাে ও মুদ্রার ছাৰ্চ তুলিয়া দিয়া সাহায্য করিয়াছেন, তজ্জন্ত আমি তাহার নিকট চিরকৃতজ্ঞ রছিলাম। আমার একান্ত সৌভাগ্যের ফলে বৈদেশিক মনীষিগণও আমার যথেষ্ট উৎসাহবৰ্দ্ধন করিয়াছেন ; ইংলণ্ডের ঐতিহাসিককুলগৌরব, “আকবর নামা” প্রভৃতির খ্যাতনাম অনুবাদক নবতিবর্ষদেশীয় মহামতি হেনরী বিভারিজ আমাকে যে কি মেহের চক্ষে দেখেন, তাহ বলিতে পারি না ; এই গ্রন্থের প্রথম খণ্ড তাহার হস্তগত কষ্টবামাত্র তিনি উচ্ছা হয় তন্ন করিয়া আদ্যোপাস্ত পাঠ করিয়া, বারংবার কত সুদীর্ঘ মন্তব্যলিপিধারা গত কয়েক বংসব ধবিয়া আমাকে নানাভাবে উপদিষ্ট, উদ্বোধিতও অনুগৃহীত করিয়া রাখিয়াছেন, তাহার ঋণ একেবারেই অপরিশোধ্য। র্তাহার জীবন-সন্ধ্যায় এই খণ্ড তাতার হস্তাপিত করিবার জন্য আমি