পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

|w• একান্ত ব্যগ্র রহিয়াছি। অধুনা পরলোকগত আর দুইজন মহাপণ্ডিতের কথাও আমি বলিতে বাধ্য ; জগদ্বরেণ্য ঐতিহাসিক, ডক্টর ভিনসেন্ট স্মিথ এবং অধ্যাপক জে, ডি, এগুারসন আমাকে সময় সময় সারগর্ভ মন্তব্য ও অনুগ্রহ লিপি দ্বারা অরিন্ধ কার্য্যে উৎসাহিত করিয়াছেন। খুলনার ভূতপূৰ্ব্ব কালেক্টর সদাশয় খ্ৰীযুক্ত জে, সি, ফ্রেন্স এবং পুলিস সুপারিন্টেণ্ডেণ্ট ঐযুক্ত গুিলিও, ফক্নার উভয়ই প্রত্নতত্ত্বরসিক ছিলেন ; উভয়ই আমার পুস্তক ও আমার সঙ্গে পরিচয় স্থাপন করিয়া খুলনার সর্বত্র ভ্রমণ করেন এবং সময় সময় উহার ফল আমাকে জানাইয়াছেন ; বিশেষতঃ মহাপ্ৰাণ ফক্নার প্রতাপাদিত্য বিষয়ে “কলিকাতারিভিউ” প্রভৃতি পত্রে যে সকল প্রবন্ধ লিখিয়াছেন তাঁহাতে প্রস্তুষ্টভাবে আমার মতের সমালোচনা ও কাৰ্য্যের ভূয়সী প্রশংসা কবিয়া আমাকে গৌরবান্বিত করিয়াছেন। আমি উভয়ের নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করিতেছি। বহু ঐতিহাসিক প্রবন্ধ লেখক, মদীয় ছাত্র ও একাত্ত স্নেহের পাত্র, সেনহাটি-নিবাসী শ্ৰীমা অশ্বিনীকুমার সেন, এবং দৌলতপুর-কলেজ লাইব্রেরীতে আমার সহকারী জীমান্‌ দাশুভূষণ বন্দোপাধ্যায়, উভয়ে যখন তখন নানাভাবে আমার কার্ষ্যে সাহায্য করিয়াছেন, আমি কৃতজ্ঞ হৃদয়ে উভয়ের কল্যাণ কামনা করিব। আজ এই পুস্তক সমাপন কালে দুইজন যুবকের আকস্মিক অকালমৃত্যুর জন্ত মৰ্ম্মবেদনায় আমার নয়নদ্বয় অশ্রুসিক্ত হইতেছে ; উভয়েই আমার কৰ্ম্মের সহায়ক এবং ভ্রমণের সহযাত্রী ছিলেন ; একজনের কথা প্রথম খণ্ডের পাঠকবৃন্দ জানেন, তিনি স্তর প্রফুল্লচন্দ্রের ভ্রাতুপুত্র যামিনীকান্ত রায় চৌধুরী, অন্তর্জনও সেই একই বংশীয়, নওয়াপাড়া নিবাসী আমার ঘনিষ্ট আত্মীয় কালীকৃষ্ণ রায় চৌধুরী ; আমি শ্ৰীভগবানের চরণে উভয়ের পরলোকগত আত্মার শাস্তি ও সদগতি কামনা করিতেছি । উপসংহারে, বঙ্কিমচন্দ্রের ভাষার মৰ্ম্মে আমি বলিতে চাই, আমি কুলি মজুরের মত দুৰ্গম সুন্দরবনপ্রদেশের লুপ্ত ইতিহাসের পথ খুলিয়া দিবার চেষ্টা করিলাম। আমার যে মঞ্জুরদারির ফল আজ প্রকাশিত হইল; কোন প্রত্নতত্ত্ববীর কি সসৈন্তে এ প্রদেশে পদচারণ করিবেন না ? বেলফুলিয়া, খুলনা vলক্ষ্মীপূর্ণিমা | খ্রিসতীশচন্দ্র মিত্র ১৮ই আশ্বিন, ১৩২৯ সাল,