পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/২১৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মগ ও ফিরিঙ্গি »ፃ¢ ও ফিরিঙ্গি দস্থ্যগণ বঙ্গের দক্ষিণ দিক হইতে নদীপথে দেশের মধ্যে যেখানে সেখানে প্রবেশ করিত এবং লুণ্ঠন, গৃহদাহ ও জাতিনাশ করিয়৷ বঙ্গের শাস্তপল্লী গুলিকে শ্মশানে পরিণত করিবার উপক্রম করিয়াছিল। বর্তমান বরিশাল, খুলনা ও চব্বিশপরগণা জেলার দক্ষিণাংশ উহাদের প্রধান ক্রীড়াক্ষেত্র হইয়াছিল। আমরা প্রথম খণ্ডে দেখাইয়াছি, এই মগ ও ফিরিঙ্গির অত্যাচার সুন্দরবন ধ্বংসের অন্যতম কারণ। সুন্দরবনে মনুষ্কাবাস ছিল ; শুধু নৈসর্গিক বিপর্যায়ে লোকের বাস উঠিয়া যায় নাই ; গেলেও পুনরায়ু ভূমির উন্নতির সঙ্গে সঙ্গে তথায় মনুষ্যাবাস বসিত। কিন্তু এই মগ ও ফিরিঙ্গি দসু্যদের অত্যাচাবে কেছ আসিতে বা তিষ্ঠিতে পারে নাই। বৈদেশিক ভ্রমণকারিগণ এই অত্যাচারের জলন্ত সাক্ষ্য দিয়াছেন। বাণিরাবের • ভ্রমণ কাহিনীতে আছে চোৰ্য্য ও দস্থ্যতাই উহাদের প্রধান ব্যবসায় ছিল। তাহাবা ক্ষুদ্র ক্ষুদ্র দ্রুতগামী জাহাজ লইয়া সমুদ্রপথে দ্বীপপুঞ্জের উপর পড়িত অথবা নদী নালা বান্তিয় শতাধিক মাইল পৰ্য্যন্ত দেশের ভিতর প্রবেশ করিত ; সহর, বাজার বা জনসংঘ দেখিলে কিংবা দরিদ্র ভদ্রলোকগণের বিবাহাদি উৎসব ও কোন ক্রিয় কৰ্ম্মের সন্ধান পাইলে তথায় গিয়া আক্রমণ করিত। যাঙ্গ পাইত লুটিয়া লষ্টত ; ছোট বড় সব স্ত্রীলোককে অসাধারণ নিৰ্দ্দয়তার সহিত ধরিয়া লইয়া দাস-শ্রেণীভুক্ত করিত, যাহা লইতে পারিত না, তাহ অগ্নিসাৎ করিয়া দিয়া যাইত । এই জন্তই গঙ্গার মোহানায় যে S LLLLLLL LLLLLLL BBB BBBB BBB BBB BB00 SBBBS BBB BBBBB ঘুরিয়া ১৬৭ খৃষ্টাৰে উহার ফরাসী ভাষায় লিপিত পুস্তকের প্রথম সংস্করণ প্রবাশ করেন। ütto (Bangabasi Edition pp 156-57) onto 3– Their ordinary trade was robbery and piracy. With some small and light gallies they did nothing but coast about that sea, and entering into all rivers there about, and into the channels and arms of ganges and between all these isles of the lower Bengal and often penetrating even so far as forty or fifty leagues up into the country, surprized and carried away whole towns, assemblies, markets, feasts and weddings of the Gentiles and others of that country, making women slaves great and small, with strange cruelty and hurning all they could not carry away. And thence it is that at present there are seen in the mouth of Ganges so many fine isles quite deserted, which were formerly well-peopled, and where no other inhabitants are found but wild beasts and specially tygers."