পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Եր যশোহর-খুলনার ইতিহাস মোগলের রণরঙ্গ চলিয়াছিল ; প্রধান প্রধান সেনাদল সেই উদ্দেন্তে পূৰ্ব্বমুখে প্রেরিত হইয়৷ মৃত্যুমুখে পতিত হইতেছিল। সৰ্ব্বপ্রধান সেনাপতিগণ পাঠানের সহিত কঠোর যুদ্ধে বা অনভ্যস্ত বঙ্গের ব্যাধির উৎপীড়নে জীবনাহুতি দিতেছিলেন। এই সংঘর্ষকালে দক্ষিণবঙ্গে যশোর-রাজ্যের নবাভু্যদয় হইয়াছিল। এখন আমরা সেই অদ্ভুদ কেন এবং কেমন করিয়া হইল, তাই দেখাইব। দ্বিতীয় অখ্যাক্স–পাচল রাজত্বের শেষ সেরশাহ অসীম প্রতিভাৰলে যে দুর্দান্ত পাঠান আমীরগণকে মন্ত্রেীষধি-রুদ্ধবীর্যা সৰ্পের মত বশীভূত রাখিয়াছিলেন, তাছার নির্জীব বংশধরদিগের মধ্যে অন্ত কেছ তাহ পারেন নাই। তৎপুত্র ইসলাম শাহের ৮ বৎসর ব্যাপী রাজত্বকাল এক প্রকার এই আফগানগণের বিদ্রোহ দমন করিতেই অতিবাহিত হইয়াছিল। সের শাহের মৃত্যুর অব্যবহিত পূৰ্ব্বে স্থলেমান খাঁ কররাণী মগধের ও মহম্মদ খাঁ স্বর বঙ্গের শাসন কর্তা নিযুক্ত হন (১৫৪৫ ) * তাহারা তত্ত্বৎপ্রদেশে একপ্রকার স্বাধীন ভাবেই ক্ষমতা বিস্তার করিতেছিলেন। লোদী, কররাণী, ও স্বর প্রভৃতি বংশীয়গণ আফগানদিগেরই বিভিন্ন শাখা। { এজন্ত সুর-বংশীয়দিগের রাজত্বকালে কররাণীগণ রাজসরকারে বিশেষ প্রতিপত্তি লাভ করেন। অবশ্ব গুণ না থাকিলে কেহই কৃতী হয় না। জামাল খ কররাণীর চারি পুত্রই কৃতী হইয়াছিলেন ; তন্মধ্যে তাজ খাঁ আফগানদিগের মধ্যে সৰ্ব্বাপেক্ষ বিদ্বান এবং কৰ্ম্মদক্ষ ছিলেন। : মধ্যম সুলেমান খাঁ মগধের শাসনকর্তা এবং অন্ত দুই ভ্রাতা ইমাদ ও ইলিয়াস খাঁ গঙ্গাতীরবর্তী কয়েকট পরগণার ইক্তাদার ছিলেন। ঃ " Journal of the Asiatic Society of Bengal, 1875 pt. 1, p. 295. t Dorn, History of the Afghans, Part II pp. 54-6, Riazu-s-Salatin ( Abdus Salam ) p. 15i. Various spellings are given. Dorn says "Kerranians, Kerrani,” Riaz :--“Krani, Karani Kararrani.” Badaomi cails kararani. See Blochmann, Ain-i-Akbari, p. 171 note, which says that the form Karzani also occurs. Smith, Akbar, p. 123.

  1. Badaoni ( Lowe ) Vol. 1. p. 525, Reazu-s-Salatin p. 150 note.

$ Badaoni Vol. i. p. 541, Elliot iv p 506, Riaz p. 150.