পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৪২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

যশোহর-খুলনার ইতিহাস هلا স্থায়ী হইলেন না। কারণ মোগলবীর হুমায়ুন প্রত্যাবৃত্ত হইয় তাহার হস্ত হইতে সবলে দিল্লী দখল করিলেন। তখন পদ্মপত্রস্থিত জলবিন্দুসমূহের মত স্বরবংশীয়ের দিল্লী হইতে বঙ্গ পর্যন্ত নানাস্থানে ঘোর বিপ্লব উপস্থিত করিলেন। তখন কররাণীগণ বিছার প্রদেশে দৃঢ় প্রতিষ্ঠিত হইয়৷ সেই বিদ্রোহানলে ইন্ধনক্ষেপ করিতেছিলেন। সমগ্র দেশ তখন আবৰ্ত্তময় ; কাহার ভাগ্য কোথায় দাড়াইবে, কেহই নির্ণয় করিতে পারিতেছিলেন না। বঙ্গাধিপ মহম্মদ শাহ সের শাহের মত দিল্লীশ্বর হইবার কল্পনায় আগ্র অভিমুখে অগ্রসর হইতে গিয়া, ছাপরাঘাটার যুদ্ধে হিমু কর্তৃক পরাজিত ও নিহত হন। এই বিজয়ের ফলভোগ করিবার পূৰ্ব্বে হিমু বাদশাহ হুমায়ুনের আকস্মিক মৃত্যুসংবাদে আগ্রার প্রতি ধাবমান হন। হুমায়ুনের জ্যৈষ্ঠ পুত্র, আকবর তখন পঞ্জাবে ছিলেন ; র্তাহার বয়স তখন মাত্র ১৫ বৎসর ; তিনি সেনাপতি বৈরাম খার সহিত সিংহাসন লাভের জন্ত দিল্লীর দিকে ছুটলেন ; পথে পাণিপথে হিমুর সহিত এক ভীষণ যুদ্ধ হইল (১৫৫৬)। এই যুদ্ধে বৈরাম সম্পূর্ণ জয়লাভ করেন এবং পরাজিত হিমু অচিরে তৎকর্তৃক নিহত হন। ত্রিশ বৎসর পূৰ্ব্বে এই পাণিপথের প্রথম যুদ্ধে বাবর মোগল রাজত্বের স্বত্রপাত করেন বটে, কিন্তু এই দ্বিতীয় যুদ্ধেই প্রকৃতভাবে সে রাজত্বের ভিত্তি স্থাপিত হয়। মহম্মদশাহের মৃত্যুর পর কয়েকজন ক্রমান্বয়ে বঙ্গের মসনদে সমাসীন হন। মুলেমান কররাণী অবস্থা বুঝিয় তাহাদের সহিত সদ্ভাব রক্ষা করিয়া আসিতেছিলেন। তবে সৰ্ব্বদাই তিনি সুযোগের প্রতীক্ষা করিতেন। অবশেষে বঙ্গেশ্বর জালাল উদ্দীনের পুত্র গুপ্তভাবে নিহত হইলে, তিনি জ্যেষ্ঠ ভ্রাতা তাজ খাকে সসৈন্তে পঠাইয়া গৌড়ের সিংহাসন অধিকার করিয়া লইলেন। তাজ খাঁ ভ্রাতার প্রতিনিধি স্বরূপ স্বল্পকালমাত্র বঙ্গ শাসন করিয়াছিলেন। দুই বৎসর মধ্যে তাজ খ৷ মৃত্যুমুখে পতিত হইলে সুলেমান বঙ্গ বিহার উভয় প্রদেশের একাধীশ্বর হইয়া বসেন। তিন বৎসর পরে তিনি উড়িষ্যাও সম্পূর্ণরূপে অধিকারভুক্ত করেন। (১৫৬৭ ) { • * J. A. S.B, 1875pt, t, p. 295, बांत्रालांब्र इंडिशन २द्र १७, ०४७१ः । তাজ খাঁ ०१०-२ श्छिद्रीरङ जर्षीं९ •०००s ९डेitण बtत्रचब्र झिालन । t Dorn, History of the Afgans, part 1, p. 175 sq.e., fog n &l sea-w wtw as visai su i J. A. S. B. ( Old series) 19oo pt. 1, p. 189.