পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

۰/ه অঙ্গ যেখানে ক্ষতবিক্ষত, যেখানে রোগগ্ৰস্ত, সেই স্থানে তাহার চিকিৎসার জন্ত এ দেশের আবালবৃদ্ধবনিতার চিরপরিচিত ‘ডাক্তার রায় অবতীর্ণ ; আজ, দুর্ভিক্ষে, কা’ল প্লাবনে, আজ, নৈতিক সংস্কারে, কাল অন্ন বা বস্ত্র-সমস্তার সমাধানে, এখানে বিস্তামন্দিরের সংগঠনে, সেখানে শিল্পশালার উদ্বোধনে, যেখানে যখন দুৰ্দ্ধৈব, যেখানে যখন প্রয়োজন, সেইখানে আপনি কাণ্ডারী। আপনি দীনবাসপরিহিত জীর্ণ-তনু লষ্টয়া চির-কুমার তাপস-মূৰ্ত্তিতে বুক পাতিয়া দাড়াইলে, সমগ্ৰ ভাবতের ভক্তিবিশ্বাসের চক্ষুষ নিদর্শন স্বরূপ আপনার নামে অজস্র অর্থবৃষ্টি হয় এবং আপনার আরব্ধ কার্যাকে লক্ষ্মীযুক্ত জয়যুক্ত করিয়া দেয় । পরোপচিকীর্ষই আপনার ধৰ্ম্ম, উহাই আপনার যাবতীয় মতামত ও কৰ্ম্মকাণ্ডের ভিত্তি। আপনি কোন পক্ষ, সংঘ বা রাজনৈতিক সম্প্রদায়ভুক্ত নহেন। দীনাৰ্ত্তসেবানিষ্ঠার কষ্টিপাথরে আপনার সকল কৰ্ম্ম পরীক্ষিত । আমাদের এই দুর্ভাগ্য দেশে নিত্য দুৰ্দ্দৈবের পার নাই, আপনারও কৰ্ম্মের শেষ নাই। সেই বিপুল কৰ্ম্মময়তার মধ্যেও আপনি একনিষ্ঠ সাধকের মত কিরূপে বৈজ্ঞানিক গবেষণায় নিমগ্ন থাকিতে পারেন, তাহা লোকে শুনিয়া বিশ্বাস না করিলেও দেখিয়া বিস্মিত হয়। আরও আশ্চর্য্যের বিষয় এই, বিরাট কৰ্ম্মাড়ম্বরের মধ্যেও আপনি নিজ দেশের কথা, নিজ জন্মপল্লীর কথা শুনিতে সৰ্ব্বদা উৎকর্ণ। সেই জেলা বা সেই পন্নার নাম করিয়া যে কেহ আপনার স্বারস্থ হয়, সেই আশ্বস্ত হইয়া আশ্রয় পায়। আজ, আমি আপনার সেই জন্মভূমির নূতন পুরাতন নানাকাহিনীর পুষ্পস্তবক লইয়া আপনার সমীপস্থ হইতেছি, আমার সাগ্রহ সভক্তি পুষ্পাঞ্জলি গ্রহণ করিয়া কৃতাৰ্থ করুন। আমি কৰ্ত্তবাবুদ্ধির প্ররোচনায় এ পুস্তক রচনাকালে কাহারও তুষ্টির প্রতি দৃষ্টি রাখি নাই, কিন্তু ইহা পাঠ করিলে যদি আপনি কিছুমাত্র তুষ্টি অনুভব করেন, তাহা ইষ্টলেই আমার সকল শ্রম, সকল চেষ্টা সার্থক মনে করিব । দৌলতপুর, খুলনা { প্রণত দীনগ্রন্থকার বাল-পূর্ণিম, ১৩২১ । ঐসতীশ চন্দ্র মিত্র ।