পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৬২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Woe যশোহর-খুলনার ইতিহাস গাজীগণ-ধৃষ্টীয় চতুর্দশ শতাব্দীতে পালবংশীয় জমিদারদিগকে ধ্বংস করিয়া পালোয়ান শাহ নামক একজন ধৰ্ম্মপ্রচারক যোদ্ধা ভাওয়াল অঞ্চলে এক রাজ্য প্রতিষ্ঠা করেন। তৎপুত্র কারফরম সাহেব সাধু ছিলেন এবং তাহার অনেক অদ্ভূত কৰ্ম্মের গল্প আছে। তাহারই অধস্তন সপ্তম পুরুষে মহতা গাজীর পুত্র ফজল গাজী আকবরের সময়ে ভুঞা ছিলেন। মানসিংহ যখন ঈশা খাঁ প্রভৃতি ভূঞাগণের বিরুদ্ধে পূর্ববঙ্গে আসেন, তখন গাজীগণ সহজে অধীনতা স্বীকার করেন।* চাদপ্রতাপের চাদগাজী এই একই বংশের অন্য শাখা । সুতরাং তাহাকে পৃথক ভুঞ বলিয়া উল্লেখ করা যুক্তিযুক্ত নহে। হাম্বীর মল্ল—বাকুড় জেলার অন্তর্গত বিষ্ণুপুরের প্রাচীন নাম মল্লভূমি এবং এখনকার বাজার মল্ল বলিয়৷ খ্যাত। খৃষ্টীয় অষ্টম শতাব্দীতে রঘুনাথ সিংহ নামক একজন ক্ষত্রিয় রাজপুত্র বৃন্দাবন অঞ্চল হইতে আসিয়া এখানে এক রাজ্য প্রতিষ্ঠা করেন। তিনি বিষ্ণুপুরের আদিমল্ল। তৎপরে ৪৭ জন রাজার পর বীর হাম্বীর রাজত্ব পান ( ১৫৯৬)। তিনিই আকবরের সময়ে বিখ্যাত ভূঞা নৃপতি। সে সময়ে তিনি মোগলের নিকট নামে মাত্র অধীনতা স্বীকার করেন। মুর্শিদকুলি খার সময়েই এই বংশের সহিত প্রথম জমিদারী বন্দোবস্ত হয়। } কৎসনারায়ণ–ভট্টনারায়ণের বংশধর, বারেন্দ্র ব্রাহ্মণ-কুলভূষণ বিজয় লঙ্কর তাহিরপুরের জমিদারীর প্রতিষ্ঠাতা। কথিত আছে, তিনি দিল্লীশ্বর বা বঙ্গের কোন স্বাধীন সুলতান কর্তৃক বঙ্গের পশ্চিম দ্বার রক্ষার ভারপ্রাপ্ত জমাদার হইয়৷ ২২ পরগণা এবং “সিংহ উপাধি লাভ করেন। বারাহী নদীর তীরে রামবাম নামক স্থানে তাহার রাজধানী ছিল। তৎপুত্র উদয় নারায়ণের সময় তাহিরপুর ব্যতীত অন্য পরগণাগুলি বাজেয়াপ্ত হয় । এই উদয়ের পৌত্রই প্রসিদ্ধ কংসনারায়ণ। তিনি বারেন্দ্রকুলের প্রধান সংস্কারক এবং তদানীন্তন বাঙ্গালী হিন্দু

  • Elliot's History, vol. VI, p. 105 ; J. A. S.B. vol. XL-III, 1874, pp. 199-201. # According to tradition, the principality ruled over by this family consisted of the Pergnnnahs, now called Chand-Pratap, then Chandgazi, Telibabad or Tala Gazi and Bhawal or Bara Gazi.” Dr. Wise on Bara Bhuyas in J. A S B, 1874, p. 20 t.
  1. Annals of Rural Bengal, vol. 1, App, 1 ; Statistical Accounts, vol. IV, p. 43০ বাঙ্গালার ইতিহাস (কালীপ্রসন্ন বাবু) s৮৭ পৃঃ।