পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৭৯৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বােধখানার চেধুরীবংশ ७११ छभिन्नांबनिए*ांझ निकछे इहेरङ भब्रिम करज्ञन । किरू ७lहे शकण वियब्र गच्णन যেমন জোয়ায়ের জলের মত আসিয়াছিল, তেমনই কয়েক বৎসরের মধ্যে (১২৮৩-৮৮ সাল ) একেবারে নিঃশেষ হইয় গেল। তরফ নহাটা নীলকর সেলভি সাহেবের নিকট বিক্রয় করা হয় ; নড়াইলের সরিক গুরুদাস বাবুর হাট বাড়িয়া লাট-উজিরপুরের অন্তর্গত ছিল। গুরুদাস বাবু কালীকাস্তেৱ শুশলী-পুত্ৰ ; এজন্ত তিনি যখন জ্ঞাতি-বিরোধের জন্ত পৃথক বাড়ী করিতে উদ্যোগী হইলেন, তখন র্তাহার প্রার্থনামত কালীকান্ত উজিরপুর কোবলা করিয়া দেন। বগচরের আনন্দচন্দ্র চৌধুরীর সহিত কালীকান্তের ধৰ্ম্ম-বন্ধুত্ব ছিল ; মিঠাপুর নীলাম হইবার সময়ে কালীকান্ত উহা আনন্দচন্দ্রের বিনামে খরিদ করেন। কিন্তু আননচন্ত্রের আকস্মিক মৃত্যুর পর সে বিনাম আর স্বনাম হয় নাই। ইমাদপুরের অংশও নিলামে বিক্রয় হইলে, চাচড়ার রাজা খরিদ করেন। এইরূপে অল্প দিন মধ্যে নওয়াপাড়ার জমিদারগণ জমিদারী-বিহীন হইয় পড়েন । কবির উক্তিতে কালীকান্ত সম্বন্ধে, “যারে গুণ দিয়া ব্ৰহ্মা হলেন নিগুৰ্ণ” ইত্যাদি অত্যুক্তি বাছাই থাকুক, তিন যে “বিশিষ্ট বলিষ্ট শিষ্ট” ইষ্ট-নিষ্ঠ প্রতাপশালী ব্যক্তি ছিলেন, তাহাতে সন্দেহ নাই। র্তাহার সে বিপুল সৌভাগ্যের সঙ্গে নওয়াপাড়ার রায় চৌধুীদিগের বর্তমান দুরবস্থার কথা তুলনা করিতে গেলে, আর র্তাহাজের ভগ্নপ্রায় সৌধরাজির দিকে দৃষ্টিক্ষেপ করিলে অশ্রু সম্বরণ করা যায় না। এক্ষণে এই বংশের প্রায় অধিকাংশই চাকরী-জীবী। তন্মধ্যে কয়েক জনের নাম উল্লেখ যোগ্য ; নবকান্তের পুত্র দুর্গাকান্ত সবজজ হইয়াছিলেন ; কালীকাস্তের পৌত্র নলিনীনাথ ভারত-গভর্ণমেণ্টের অধীন উচ্চ চাকরী করেন ; কালীকান্তের পুত্র কেশবলাল ও তৎপুত্ৰ শৌরীন্দ্রনাথ সব রেজিষ্ট্রাব এবং রতিকাস্তের পোস্ত্র মণীন্দ্রলাল যশোহর কালেক্টরীর সুপারিন্টেণ্ডেণ্ট ।