পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৮৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রতাপাদিত্যের ইতিহাসের উপাদান (#ộ গিয়াছে। ১৮০১ খৃষ্টাম্বে মুদ্রিত রাম রাম বস্থর “রাজা প্রতাপাদিত্য-চরিত্রে” আছে :-"এদেশে প্রতাপাদিত্য নামে এক রাজা হইয়াছিলেন, তাহার বিবরণ কিঞ্চিত পারস্ত ভাষায় গ্রন্থিত আছে, সাঙ্গপাঙ্গরূপে সামুদাইক নাহি।" - এইরূপ কোন কোন পারস্ত গ্রন্থ দেখিয়া এবং বংশগত প্রবাদাদির সাহায্যে যে বস্ন মহাশয় নিজ পুস্তক রচনা করেন, তাহাতে সন্দেহ নাই। 1 ১৮৩৮ খৃষ্টাব্দে বসিরহাট মহকুমার অন্তর্গত খোড়গাছি-নিবাসী রাজা বসন্তরায়ের বংশধর রামগোপাল রায় মহাশয় “সারতত্ত্বতরঙ্গিনী” নামক এক কবিতা পুস্তক প্রণয়ন করেন। উহার কতকাংশ ঐতিহাসিক শ্ৰীযুক্ত নিখিল নাথ রায় মহোদয় স্বীয় “প্রতাপাদিত্য” পুস্তকের অন্তর্নিবিষ্ট করিয়া প্রকাশিত করিয়াছেন । এই গ্রন্থে “রাজনামা” নামক পারসী গ্রন্থের উল্লেখ আছে এবং “অতঃপর গুন রাজনাম বিবরণ” এই বলিয়া গ্রন্থকার প্রতাপাদিত্য প্রসঙ্গের অবতারণা করিয়াছেন। ; সম্প্রতি গত বৎসরাধিক কালের মধ্যে অধ্যাপক খ্ৰীযুক্ত যদুনাথ সরকার মহোদয়ের অসামান্ত অনুসন্ধিৎসার ফলে এই প্রসঙ্গযুক্ত আরও দুইখানি পারসিক গ্রন্থের সন্ধান পাওয়া গিয়াছে। একথানি-নবাব ইসলাম খাঁর সময়ে বঙ্গের দেওয়ান আসফ খার অনুচর ও সঙ্গী আবদুল লতীফের ভ্রমণ-কাহিনী। যত দূর জানা গিয়াছে, ইহার একখানি মাত্র জীর্ণ হস্তলিখিত পুথি দিল্লী পাবলিক লাইব্রেরীতে আছে এবং উহার একখানি প্রতিলিপি অধ্যাপক সরকার মহাশয় সংগ্ৰছ করিয়াছেন। উহা হইতে জানা যায়, ১৬০৮ খৃষ্টাব্দে প্রতাপাদিত্য উপঢৌকন দ্রব্যসহ নবাব ইসলাম খাঁর সহিত সাক্ষাৎ করেন। $ ইহাদ্বার

  • অর্থাৎ এ গ্রন্থে প্রতাপাদিত্যের কথা আছে বটে, কিন্তু সম্পূর্ণ বিবরণ নাই। এরামপুরে ১৮• ১ অঙ্গে মুঞ্জিত মূল গ্রন্থ ১.২ পৃঃ ।

f उ९कांप्ण दशप्रशंत्रएप्लग्न भएइग्न अझेब्र” नभtप्लांकम हईब्राझिल :-"The History of Rajah Pratapad’tya, the last Rajah of the island of Saugar; an original work in the Bengalee language Composed from authentic documents by a learned native in College" ( Buchanon’s “College of Fort William”). Italics win*: भिलांभ । ঃ নিখিল বাবুর “প্রতাপাদিত্য,”২৮১. ২৮৭ পৃং । এই গ্রন্থ হইতে সংগৃহীত “প্রতাপাদিত্য সম্বন্ধে কিছু নূতন সংবাদ অধ্যাপক সরকার মহাশয় ১৩২১, জানি মাসের “এৰালী"তে প্রকাশ করেন। ৫২,৫৭৬ পৃঃ।