পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৯৪৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বৈদ্য-বংশ bo Sම් পুরোহিত সঙ্গে লইয়া কালিয়া ও বেলায় গিয়া বাস করেন। বেনার সর্ববিদ্যাগণ দেশ বিখ্যাত। অরবিন বংশীয় কবিকণ্ঠহারের ভ্রাতুপুত্রই কালিয়ার এই নবোপনিবেশ স্থাপনের অগ্রদূত। মধুসূদনের পৌত্র রামকেশব দাস কবিশেখর। প্তাহার ভগিনী যে শক্তি বংশে পরিণীত হন, ডেপুটি ম্যাজিষ্ট্রেট রায় বাহাদুর যতীশ চন্দ্র এবং ম্যাজিষ্ট্রেট ক্ষিতীশচন্দ্ৰ (I. C. s.) সেই বংশের মুখোজ্জল করিয়াছেন। কালিয়ার অরবিন্দবংশে যে কত মনস্বী ও যশস্বী সন্তান জন্মগ্রহণ করিয়াছেন, তাহার ইয়ত্ত নাই। কয়েকজনের মাত্র নামোল্লেখ করিতেছি –বহুগ্ৰন্থ প্রণেত সুকবি ডাক্তার প্যারীশঙ্কর দাস গুপ্ত, প্রসিদ্ধ প্রত্নতাত্বিক সুপণ্ডিত উমেশচন্দ্র বিদ্যারত্ন, খ্যাতনামা উকীল সুখময় ও প্রাণশঙ্কর, এবং বরিশালের স্বনামধন্স উকীল সরকার গণেশচন্দ্র দাসগুপ্ত। জয় দাস বংশের কেহ যশোহর-খুলনার নাই। বিষ্ণুদাস বংশের বিশেষ বিবরণ মূলঘরের বৈদ্যচৌধুরী জমিদার বংশ প্রসঙ্গে দিয়াছি (৬৫৫-৬১ পৃ: ) । এখানে পৃথকৃভাবে কিছু দিবার নাই। মোগল্য গোত্রীয় অপর কুলীন পন্থ দাসের পুত্র নৃসিংহ মাত্র বঙ্গে আসেন। নৃসিংহের পুত্র নয় দাস। নয়দাসের জ্যেষ্ঠপুত্র প্রভাকরের সন্ততিগণের ধারা মাত্র কালিয়া ও বেনায় আছেন। কাশ্যপ-গোত্ৰ—ত্রিপুর গুপ্তের বিশেষ কোন উল্লেখযোগ্য ধারা যশোহরখুলনায় নাই। অপর কুলীন কায় গুপ্তের পুত্ৰ বনমালী সেনাটিতে আসেন, অন্য কেহ বঙ্গে আসেন নাই। বনমালীর পুত্র কার্পট ও মধুসূদনের সস্থানগণ সেনহাটি, ইতনা ও উৎকুল গ্রামে বাস করিতেছেন। অপর দুইটি মাত্র শাখার সন্ধান লইয়াছি; একটি খুলনা জেলার কেরলকাতা ও ভাণ্ডারপাড়ায়, অপরটি যশোহরে ঝিনাইদহের নিকটবর্তী গয়েশপুরে বাস করিতেছেন। উভয়ই রাঢ় হইতে আগত, একান্ত নিষ্ঠাবান বৈষ্ণব বংশ এবং পুরুষায়ক্রমে চিকিৎসা-ব্যবসায়ী। কৃষ্ণানন্দ মজুমদার প্রতাপাদিত্যের সরকারে রাজবৈদ্য নিযুক্ত হইয়া যশোহরে আসেন ; কথিত আছে, তিনি কুমার উদয়াদিত্যের সাংঘাতিক পীড়ার চিকিৎসা করিয়া ভূমিবৃত্তি লাভ করেন। কৃষ্ণানন্দ ও তৎপুত্ৰ জানকীবল্লভ কেরলকাতায় बान करबन ; छानकोदञ्चाङन भूव भूकूकबम क्लबिबॉब निकऎवड छोऽबिथोड़ांद्र আসেন। সেখানকার কবিরাজ বংশ বিখ্যাত। কলিবাজ হীরালাল ও মন্মথ