পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/৯৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পাঠান রাজত্বের পরিণাম ও যশোর-রাজ্যের অভু্যদয় । ৬৫ হাসনাবাদ প্রভৃতিস্থানে এই যুক্ত-প্রবাহের বিস্তৃতি প্রায় দুই মাইল হইবে। বসন্তরায় বহুসংখ্যক নৌকা, রসদ এবং লোকজন লইয়া এই যমুনা-পথে চাদ খাঁ চকে আসিলেন ; জঙ্গল কাটিয়া এক নূতন রাজ্য পত্তন করিলেন ; কোন প্রকারে গড়বেষ্টিত স্থানে উচ্চভূমির উপর যথাসম্ভব সত্বরতার সঙ্গে গৃহাদি নিৰ্ম্মাণ করিয়া পরিবারবর্গ তথায় লইয়া আসিলেন । প্রাণের দায়ে এবং অর্থের বাহুল্য অনেক অসম্ভব সম্ভব হয় ; ভবানন্দের পরামর্শে এবং বসন্তরায়ের কার্য্যদক্ষতায় যাহা সম্ভব, তাহা সুন্দর হইল ; আত্মরক্ষার স্বন্দর ব্যবস্থা হইল ; ভবানন্দ পরিবার বর্গের অভিভাবক হইয়া থাকিলেন ; শিবানন্দ এ অঞ্চলে আসিতেই চাহিলেন না। তিনি পূৰ্ব্বনিবাস বাকলায় গিয়া বসতি নির্দেশ করিলেন। এদিকে প্রবল মোগল শত্রু দলে দলে, জলে স্থলে অগ্রসর হইতে লাগিল । তখন দায়ুদের ভবিষ্যৎ বুঝিতে বাকী রহিল না। এক সহস্র রণতরী লইয়া সম্রাটু আকবর স্বয়ং পাটনায় পৌছিলেন। গঙ্গার অপর পারে হাজিপুরে আলম খাঁ গিয়া দুর্গ আক্রমণ করিলেন। এ যুদ্ধে স্বয়ং আকবরও উপস্থিত ছিলেন। যুদ্ধে মোগলেরা জয়লাভ করিল। দুর্গাধ্যক্ষ ও সেনানীগণের ছিন্নশির মোগলের নৌকা বোঝাই করিয়া দায়ুদের নিকট পঠাইয়া দিল। তখন দাযুদের ভয়াৰ্ত্ত আমীরগণ মহা গণ্ডগোল তুলিলেন। তাহাদের পরামর্শে পলায়ন বা আত্মসমর্পণই একমাত্র উপায় বলিয়া স্থির হইল। দায়ুদ তাহাতে স্বীকৃত হইলেন না ; তিনি বুঝিলেন, ঔদ্ধত্যের ফল ফলিয়াছে; কিন্তু যখন জীবন-নাট্রের শেষাভিনয় নিকটবর্তী, তখন বীরের মত আত্মোৎসর্গই শ্রেয়ঃ । আমীরের তাহা বুঝিলেন না ; কতলু খ্ৰী দায়ুদকে মাদক-সেবনে হতজ্ঞান করিয়া তাহাকে লইয়া নৌকাপথে পলায়ন করিলেন । * তখন বিক্রমাদিত্য তাহার ধনসম্পত্তি নৌকায় বোঝাই করিয়া পশ্চাৎ পশ্চাৎ অমুবৰ্ত্তন করিলেন। {

  • “At last Katlu gave him ( Daud ) some narcotic draught, put him in a boat and escaped with him on the river Ganges." Twarik-i-Daudi, Elliot Vol. IV p. 512. See also the account of Daud in Makhsan-i-Afghani and Twarikh-i-Khan yahan Lodi. “Daud Khan embarked in a boat at the water gate zfter it was dark and retreated towards Bengal”–Brigg's Feriskta Vol II p. 245 Dow's Indostan Vol. II p. 250.
  • - # "Sridhar the Bengali who was Daud's great supporter pleaced his valuables and treasures in a boat and followed him.” Tabakat-i-Akbari, Elliot Vol. v.