পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস প্রথম খণ্ড.djvu/১৩৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবম পরিচ্ছেদ—সুন্দরবনের বৃক্ষলতা । సి} শিকার করিবার স্থান এবং এখানেই বহু হরিণ মারা পড়ে। ইহাতেও তক্তা এবং ব্যবহারোপযোগী অন্তপ্রকার কাঠ হয়। গরাণ (Ceriops Candoleana)–হরিদ্রাভ পুরু গোলাকার পাতাযুক্ত গাছ। গাছ খুব বড় হয় না এবং প্রায়ই ১০১২ ফুটের অধিক উচ্চ হয় না। এক এক ঝাড়ে অনেকগুলি গাছ হয় । অত্যন্ত লোণাস্থানেও গরাণ জন্মে। এজন্য পশ্চিমের বাদায় গরাণের অত্যন্ত প্রাধান্ত । ইহা ছোট কাঠের মধ্যে বেশ শক্ত কাঠ। ইহাতে ঘরের খুঁটি, চালের রুয়া, বেড়া, ঘিরিবার খুটা বা পোষ্ট এবং নৌকার লগি (log) প্রস্তুত হয়। ইহার দ্বারা হুকার নলচেও হইয়া থাকে। ইহার পাকা গাছের বেধ ৫/৬ ইঞ্চির অধিক প্রায়ই হয় না। কাঠের গাত্রের খোসায় একটা সুন্দর লাল রঙ আছে। CặGT (Excoccaria Agallocha )– asts Gītā zēni ēts গাছের গায়ে একপ্রকার বিষাক্ত দুগ্ধবর্ণ অর্ণটা আছে। পশ্চিমের বাদায় কেওড়া না থাকিলে, গেয়ে গাছই সৰ্ব্বাপেক্ষ লম্বা হয়। ইহার কাঠ খুব পাতলা। সে কাঠে ভাল কয়লা ও তাহা হইতে টিকে প্রস্তুত হয়। বড় কাঠের গুড়ি হইতে ঢোলক, তবলা প্রভৃতির খোল হয়। সাধারণতঃ ইহা জালানি কাঠের জন্য ব্যবহৃত হয়। ?R## (Diptero Carpus Turbiuatus)-#*RRUR# T##, বিশেষতঃ পশ্চিমভাগে অধিক জন্মে। প্রায়শঃই নদী বা খালের কুলে গর্জনগাছ দেখা যায়। বটগাছের বোয়ার মত চতুর্দিকে ইহার শিকড় বিস্তৃত হইয়া গাছগুলিকে সোজা করিয়া রাখে। ইহার ছোট ফুল হয় ও তাহ হইতে বকফুল বা সজিনার মত লম্বা খাড়া নির্গত হয়। পাতাগুলি রবার গাছের পাতার মত পুরু। গর্জনের তৈল হয়। প্রতিমা বা পুতুলের গায়ে রঙ, ফলাইবার জন্ত গর্জন তৈল ব্যবহার করে। এই তৈল কুণ্ঠ প্রভৃতি মহারোগে মহোপকারী। ইহার কাঠ রক্তাভ ধূসরবর্ণ এবং স্থায়ী নহে।* হেস্তাল-ছোট সরু খেজুর গাছের মত। বোধহয় যেন আমাদের পাড়াগায়ের খেজুর গাছ বনে আসিয়া লবণ খাইয়া হীনবীৰ্য হইয়াছে।

  • "Heart wood reddish grey, not durable; yields wood-oil." See Brandis, Indian Trees, p. 65.