পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস প্রথম খণ্ড.djvu/১৬৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

} যশোহর-খুলনার ইতিহাস । এখানে এই জাতীয় একটি দেশীয় গান উদ্ধৃত করিয়া দিলাম। এই গীত-রচয়িত রাজুলির পূর্ববর্তী চেটে গ্রামে বাস করিত, এবং তথা হইতে নৌকাপথে মুন্দরবনে যাইত। জঙ্গলা ভাষারও কতকটা দৃষ্টান্ত এই গানে পাওয়া যাইবে। “চেচোর গ্রামে বাস করি খোসনবীশের মাটি পূৰ্ব্ব অংশে তুলে দিলাম, নিমাই থালির ভাটি। হাড়ে বাসে ছোট নদী ত্রিমোহান ভারী সেখানেতে বায়ে দিলাম মনমুখের তরী। বাকের মাথায় কোদার গাঙ্গ জানে সৰ্ব্বজন বায় থাকিল দেলুটিরগাঙ্গ ডানি সোলা দান। মাছর পাণ্টা, হাড়ার গাঙ্গ, তাতে বড় টান পূর্বের দিকে চেয়ে দেখ তিল ডাঙ্গার গাঙ্গ। - তিলডাঙ্গার পশ্চিমেরে ভাই আছে গড় খালি সেইখানেতে চেয়ে দেখি কুচিয়া আর চাঁদখালি । কুচিয়া আর চাদখালি গিয়া মনে হ’ল আশা দক্ষিণের পারে চেয়ে দেখি আলমৰ্চাদের বাস।।* ঘোষখালি আর ঢাকির মুখ আছেরে সায় সায় মন্ত্ৰ তুফান দেখে পরল কেঁপে যায়। গঙ্গরই, বুড় হড়, নলেন রইল বায়ু স্থতার থলির মুথে কত লাও মারা যায়। আড় বাউনে, লক্ষ্মীপ্রসাদ, ছাচনাঙ্গলার মুখে। কত না'য়ে চাপান থাকে অতি পরম মুখে। আড়ে শিপসার মুখে টান করেরে কল কল পূবের পার চেয়ে দেখ, কুকড়া কাটির খাল । মার্গির চর, বুজবুনে নজরেতে দেখি নোঙ্গর করলাম গিয়ারে ভাই হাত ধাবড়ার মুখি। কেউ বলে মরা ভদ্র কেউ বলে হাত ধাবড়া— রূপসার তুফান দেখে রে ভাই কাপে পাছার চামড়া। 象 আলমা নামক লিনে এক বিখ্যা করি বা মুসলমান সাধু